adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যেসব সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মনে রেখো’

বিনােদন ডেস্ক : ঈদে মুক্তি পাওয়া তিন ছবির একটি ‘মনে রেখো’। একযোগে দেশের ৭০ সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও কলকাতার নায়ক বনি সেনগুপ্ত অভিনীত এই ছবিটি। ‘মনে রেখো’ প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন হাউজ।

সুপারহিট সব ছবির এই নির্মাণ সংস্থা জানায়, বেশিরভাগ বড়বড় সিনেমা হলে ‘মনে রেখো’ মুক্তি দেয়া হয়েছে। মুক্তির প্রথমদিন থেকে বেশ ভালো চলছে। দিন যত গড়াচ্ছে মনে রেখো’র দর্শকও ততো বাড়ছে। যারাই ছবিটি দেখেছে তারাই তৃপ্তি পাচ্ছে।

তিন কোটি বিশ লাখ টাকা বাজেটের এই ছবির মাধ্যমে ‘অগ্নি ২’ এর পর আবার ঈদে মুক্তি পেল মাহি’র ছবির। এ কারণে দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

জেনে নিন দেশের যেসব হলে মুক্তি পেয়েছে ‘মনে রেখো’
মধুমিতা (মতিঝিল), সনি (মিরপুর ১), গীত, বলাকা (নিউ মার্কেট), সেনা (বনানী), ব্লক বাস্টার (যমুনা ফিউচার পার্ক), সংগীতা (খুলনা), লিবার্টি (খুলনা), জনতা (খুলনা), নন্দিতা (সিলেট), মনিহার (যশোর), প্রিয়া (ঝিনাইদহা), মুক্তি (চান্দাইকোনা), বিউটি, নিউ রজনীগন্ধা (চালা), সেনা ( ময়মনসিংহ), রুপকথা (শেরপুর) প্রিয়া (গৌরীপুর), আলমাস (চট্টগ্রাম), তাজ (দৌলদিয়া), রাজমনিহার (রায়পুরা), বর্ষা (জয়বেদপুর), বনলতা (ফরিদপুর), সুমন (মঠখোলা), প্রতিভা (রাজৈর), রুমা (ঝুমারবাড়ি), নান্টুরাজ (চুয়াডাঙ্গা), রুপসী (ভোলা)।

সুন্দরবন (শ্যামনগর), মোহন (হবিগঞ্জ), রুমা (মুক্তাগাছা), পূর্বাশা (শান্তাহার), নবীন (নবীনগর), বিলাস(সাভার), উর্বসী (ফুলবাড়ি), অপর্ণা (খোকসা), লাভলী (চাটমোহর), রাজ (কুলিয়াচর), রানা (বামন্দি), রানীমহল (ডেমরা), চাঁদনী (ভাঙা), শাপলা (রংপুর), অন্তরা (নলিতাবাড়ি), ময়ূরী (বাগাচড়া), দর্শন (ভৈরব), মধুমতি (বানরীনগর), বিজিবি (টেকনাফ), মোমিন (বগুড়া), মল্লিকা (উল্লাপাড়া), রাজীবচর (রাজিবপুর)।

মমতা (মাধবদী), তিতাস (পটুয়াখালী), পরশ (লাকসাম), পূর্ণিমা (কোম্পানিগঞ্জ), মধুমতি (মনিরামপুর), সিকতা (ধুনট), মিলন (মাদারীপুর), নাজমা (জয়পুরহাট), সাধনা (রাজবাড়ি), পূর্ণিমা (নগরকান্দা), রাজিয়া (নাগরপুর), কেয়া (টাঙ্গাইল), চাঁদনী (ভাঙা), রেনাস (সখিপুর), সোহাগ (ঘোড়াশাল), লাবনী (সাতক্ষীরা), বনানী (শাহজাদপুর), স্বর্ণমহল (রুপসী), আলো-ছায়া (শরিয়তপুর), বনরুপা (মাওনা)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া