adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষামূলকভাবে ১০০ বলের ক্রিকেট শুরু হচ্ছে সেপ্টেম্বরে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে মাঠে গড়াবে।

পুরুষ এবং নারীদের জন্য দুটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে ইংল্যান্ড।

টি-টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেট দিনকে দিন দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ইংলিশদের হাত ধরেই ২০০৩ সালে জন্ম টি-টুয়েন্টির। গত বছর আরব আমিরাতে হয়েছে ১০ ওভারের ক্রিকেট। প্রতি বছরই হংকংয়ে অনুষ্ঠিত হয় সিক্স-এ-সাইড ক্রিকেট। এতসব ক্ষুদে ফরম্যাটের ক্রিকেট থাকা সত্ত্বেও ১০০ বলের ক্রিকেট জনপ্রিয়তা পাবে বলে বিশ্বাস ইংলিশ ক্রিকেট বোর্ডের।

পরীক্ষামূলক এই আসরের পর ২০২০ সাল নাগাদ আট দল নিয়ে পুরোপুরি পেশাদার লিগ চালু করার কথা ভাবছে ইংল্যান্ড।

প্রতি দলকে ১৫টি ছয় বলের ওভার শেষে খেলতে হবে বাড়তি ১০ বল করে। মোট ১০০ বল। তবে এই ১০ বল ইনিংসের কোন সময়ে করা হবে সে বিষয়টি এখনো ঠিক করা হয়নি। একজন নাকি একাধিক বোলার সেই দশ বল করবেন, পরিষ্কার করা হয়নি সেটিও। নতুন টুর্নামেন্টের আগে সবকিছু চূড়ান্ত হতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া