adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতির পিতার স্বপ্ন দেখা সুইজারল্যান্ড অব দ্যা ইস্ট হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ডেস্ক রিরপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্ন ছিলো একদিন সুইজারল্যান্ড অব দ্যা ইস্টে পরিণত হবে আমাদের এ সোনার বাংলা। সেদিন আর দূরে নেই আমরা ইস্টের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি পাবো। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার বিকালে রাজধানীর রামপুরা-বাড্ডা প্রগতি সরণীতে বাড্ডা নর্থ ইউলুপের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তৈরী করবো। যে কোন বড় প্লেন সেখানে ল্যান্ড করতে পারবে। এটি সম্পন্ন করা গেলে প্রাচ্য থেকে পাশ্চাত্যগামী বড় বড় যাত্রীবাহী উড়োজাহাজ কক্সবাজারে যাত্রা বিরতি করবে। রিফুয়েলিং করতে পারবে। খুবই মনোরমভাবে সাজানো হবে এয়ারপোর্টটিকে। পরিকল্পনা মত সব কিছু করতের পারলে আমরা ইস্টের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি পাবো।

এসময় ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রী তার পরিকল্পনা তুলে ধরে বলেন: পুরো ঢাকা ঘিরে এলিভেটেড রিং রোড তৈরী করা হবে। যার পুরোটাই হবে উড়াল সড়ক। এছাড়া পাতাল রেলের চিন্তাও আমাদের মাথায় রয়েছে। আমরা ঢাকা শহরে পাতাল রেলের আওতায় নিয়ে আসবো। মনে রাখবেন নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না।

এসময় প্রধানমন্ত্রী ঢাকাশহরের পাশ দিয়ে ছোট ছোট শহর গড়ে তোলার ঘোষাণা দেন। বলেন: আমরা ঢাকা শহরের পাশ দিয়ে ছোট ছোট শহর গড়ে তুলবো। যাবে সকল নাগরিক সুবিধা থাকে। ঢাকা শহরে বসবাসের প্রয়োজন যেন না পড়ে।

আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন বলেই আপনাদের জীবনমান উন্নয়ন করার সুযোগ পেয়েছি আমরা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় হাতিরঝিল প্রকল্পের উদাহরণ তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন: একটা সময় এই হাতিরঝিলে কেউ আসতে চাইত না। আমরা প্রথমবার ক্ষমতায় এসেই হাতিরঝিল প্রকল্পে হাত দেই। কিন্তু পরের বার ক্ষমতায় আসতে পারলাম না। কি হলো? সৌন্দর্য্যবর্ধন তো দূরের কথা, দখল বেড়ে গেলো। পরের বার ক্ষমতায় এসেই আমরা একময়ের বর্জ্য ফেলা এবং দুর্গন্ধময় এ অঞ্চলটিকে বর্তমান রূপ দিয়েছি। একাজে সহযোগিতার জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো।

বাংলাদেশে কোন কাজ করাই সহজ নয়। এই হাতিরঝিলে ৬৮টি মামলা ছিলো। সেগুলোর সমাধান করে আমাদের হাতিরঝিলে হাত দিতে হয়েছে। একসময়ে যে এলাকায় মানুষ আসতো না, সেখানে এখন শুধু ঢাকার নয় দেশের বাইরে থেকেও মানুষ ঘুরতে আসতে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া