adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক বরখাস্ত

DUনিজস্ব প্রতিবেদক : নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাইফুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. এএম আমজাদ বলেন, গত বছর ওই শিকক্ষকের বিরূদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে ওই বিভাগের এক ছাত্রী। পরে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। এতে তার বিরূদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

জানা যায়, গত বছরের ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের এক ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ আনে ড. মো. সাইফুল ইসলামের বিরূদ্ধে। পরের দিন সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে বিভাগের সমস্ত প্রশাসনিক, পরীক্ষা ও শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকেও তাকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া