adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপকে ভিক্ষুক ও কুকুরমুক্ত রাখতে চায় রাশিয়া!

স্পাের্টস ডেস্ক : রাশিয়ার ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ এই আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটি। মস্কোর বিখ্যাত লুজনিকি স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ২০১৮ ফুটবল বিশ্বকাপের। তবে এবারের বিশ্বকাপকে সামনে রেখে যেন অনেকটাই পুনরাবৃত্তি ঘটছে ১৯৮০ অলিম্পিকের।

১৯৮০ অলিম্পিককে সামনে রেখে কয়েক মাস আগে থেকেই সড়ক থেকে বোধগম্য সব ঝুঁকি সরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। মা-বাবাদের বলা হয়েছিল, তাদের শিশুদের যেন পাইওনিয়ার ক্যাম্পগুলোতে পাঠানো হয়। যেন বিদেশিদের রোগবালাই তাদের সংক্রমণ করে না বসে। শিক্ষার্থীদের মাঠেঘাটে পাঠানো হয়, যেন বিদেশি নোংরামি তাদের কলুষিত করতে না পারে। নেতৃস্থানীয় বিরোধীদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয় কিংবা মানসিক ওয়ার্ডে আটক রাখা হয়; যেন তারা বাড়তি মনোযোগ না পায়। নেড়ি কুকুরগুলোকে হত্যা করা হয়। যৌনকর্মী, ভিক্ষুক এবং অন্যান্য বোধগম্য সব ঝুঁকিগুলো ১০১ কিলোমিটার দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ৩৮ বছর পর ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে রাশিয়া।

১৯৮০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান নীতি নিয়ে উদ্বেগ, ক্ষোভ ছিল। কিন্তু বর্তমানে এই উদ্বেগ বহুমাত্রিকতা পেয়েছে। সিরিয়া যুদ্ধের পাশাপাশি রয়েছে নিজ দেশে বিরোধীদের ওপর দমনপীড়ন। যুক্তরাজ্যে পক্ষত্যাগী সাবেক রুশ কূটনীতিক সের্গেই স্ক্রিপাল ও তার কন্যাকে বিষ প্রয়োগের ঘটনায় অন্তত দুইটি দেশ বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ায় অফিসিয়াল প্রতিনিধি দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যে ১২টি এলাকায় খেলা অনুষ্ঠিত হবে সেগুলোর অন্তত কয়েকটিতে সরকারিভাবে ফিল্টারিং পদ্ধতি অনুসরণের আশঙ্কা করা হচ্ছে। নানা আঙ্গিকের বিধিনিষেধ আসছে শিক্ষার্থীদের ওপর। খবর পাওয়া যাচ্ছে, বিশ্বকাপকে সামনে রেখে গণহারে কুকুরগুলোকে হত্যা করা হচ্ছে। এটা স্থানীয় সরকারগুলোর একটি চিত্র মাত্র। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপকে সামনে রেখে এ বছর স্থানীয় সরকারগুলোর ব্যায় ১০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এরইমধ্যে ২০ লাখ মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। কিন্তু কুকুরপ্রেমী পুতিন তাতে সায় দেননি।

রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর ইয়েকাটেরিনবার্গে ছাত্রাবাসগুলো খালি করে দেওয়া হচ্ছে। কেননা গুরুত্বপূর্ণ অতিথি, এবং বিশ্বকাপ উপলক্ষে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্যের ব্যবহারের জন্য সেগুলোর প্রয়োজন রয়েছে।

একই শহরে ভিক্ষুক ও গৃহহীনদের বিরুদ্ধে চলছে পুলিশের অভিযান। গত মে মাসে শুরু হওয়া এই অভিযানের প্রধান টার্গেট হচ্ছে মূলত সেসব স্থান যেখানকার সড়কগুলোতে মানুষ রাতযাপন করে থাকে। সূত্র: ইন্ডিপেনডেন্ট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া