adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমিত থাকবে যান চলাচল মিরপুরে

নিজস্ব প্রতিবেদক : আইসিসি টি-২০ ওয়ার্ল্ড ক্রিকেট খেলা চলাকালীন সময়ে মিরপুরে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শুক্রবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অনুষ্ঠেয় টি-২০ ম্যাচগুলো চলাকালীন সময় যানজট নিয়ন্ত্রণে রাখতে ১৬ মার্চ থেকে ৬ই এপ্রিল পর্যন্ত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত রাখা হবে।এই এলাকায় দুপুর ১২ টা থেকে রাত ১০টা পর্যন্ত বিসিবির স্টিকারযুক্ত গাড়ি, ম্যাচ অফিসিয়ালদের গাড়ি, খেলোয়াড় বহনকারী গাড়ি, আইন শৃংখলা রাকারী সংস্থার গাড়ি, খেলা সংশ্লিষ্ট জরুরি সেবায় নিয়োজিত গাড়ি এবং খেলা দেখতে আসা টিকেটধারী দর্শকদের যানবাহন ব্যতীত অন্যান্য সকল যানবাহন চলাচল নিষিদ্ধ থাকার কথা বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়।এছাড়াও মিরপুর ১০ নং গোলচত্বর হতে মিরপুর সনি সিনেমা হল ক্রসিং, মিরপুর টিএন্ডটি ক্রসিং হতে প্রশিকা ক্রসিং, আগারগাঁও ক্রসিং হতে মিরপুর ১০ নং  গোলচত্বর ও মিরপুর প্রশিকা মোড় থেকে সকল যান, রিক্সা ও ভ্যানকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।দর্শকদের গাড়িগুলোকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম পার্শ্বে ট্রাফিক পুলিশ নির্দেশিত মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ও মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিসিবি নির্ধারিত পার্কিং ফি-এর বিনিময়ে পার্ক করার নির্দেশনাও দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া