adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওরিয়েন্টাল ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় পাঁচ কর্মকর্তার ৬৮ বছর করে কারাদণ্ড

ডেস্ক রিপাের্ট : বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঋণ জালিয়াতিতে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে ৬৮ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

দণ্ডিতদের সবার বিরুদ্ধে চারটি করে মামলা আছে। প্রতিটি মামলাতেই ১৭ বছর করে কারাদণ্ড হয়েছে। একটি করে মামলায় অপর দুই আসামির ১৭ করে কারাদণ্ডের রায়ও দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের চার কোটি দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের চার কোটি দুই লাখ টাকার মধ্যে চার কোটি টাকা আদায় করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছে আদালত।

ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলের শেষ দিকে সংকটে পড়ে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক। পরে ২০০৯ সালে মালিকানা হাতবদলে ব্যাংকটির নতুন নাম হয় আইসিবি ইসলামী ব্যাংক। ওরিয়েন্টাল ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে এই ব্যাংক।

রায়ে ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমামুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

৬৮ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহামুদ উল্লাহ, সাবেক সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, সাবেক ই ভি পি মো. কামরুল ইসলাম এবং ইভিপি মো. ফজলুর রহমান।

১৭ বছর করে কারাদণ্ডে দণ্ডিত দুই আসামি হলেন, ব্যাংটির সাবেক এ ভি পি তরিকুল ইসলাম ও গ্রাহক মো. সালাউদ্দিন। এদের দণ্ডবিধির একটি ধারায় ১০ বছর করে এবং অন্য ধারায় সাত করে কারাদণ্ড দেয়া হয়েছে।

৬৮ বছর করে কারাদণ্ডে দণ্ডিত আসামিদের প্রত্যেক মামলায় দণ্ডবিধির একটি ধারায় ১০ বছর করে এবং অন্য ধারায় সাত করে কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডিত আসামিরা সবাই পলাতক থাকায় রায় ঘোষণার পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

চার মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে মেসার্স আফাজ উদ্দিন ট্রেডার্সের মালিক মো. সালাহ উদ্দিন, মেসার্স ইভানটেল এর মালিক মোশারফ হোসেন সবুজ, মেসার্স নুর এ- সন্স এর মালিক মো. নুর আহমেদ এবং মেসার্স আনোয়ারা ইলেকট্রনিক নামীয় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে এক কোটি টাকা করে ঋণ প্রদান করে আত্মসাৎ করেন।

এই অভিযোগে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফ মতিঝিল থানায় মামলাগুলো করেন।

মামলাগুলো তদন্তের পর ২০১২ সালের ডিসেম্বরে এবং ২০১৩ সালের জানুয়ারিতে দুদকের উপ-পরিচালক রফিকুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাগুলোয় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর আদালত অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া