adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিআরএস কোম্পানির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি। পরে অবশ্য প্লে-অফের ম্যাচগুলোতে ডিআরএস প্রযুক্তি নিয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে পেশাদার হীনতাকে নিয়ে বেশ প্রশ্নের মুখে পড়েছিল বিসিবি।

বুধবার থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। তাই এই সিরিজের আগেও আলোচনার প্রসঙ্গ ডিআরএস প্রযুক্তি। তবে আসন্ন এই সিরিজে তো বটেই, আগামী ২০২৭ সাল অবধি ডিআরএসের জন্য চুক্তি করেছে বিসিবি।
সোমবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ফলে খুব শিগগিরই বাংলাদেশে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলোতে ডিআরএস নিয়ে যে সমস্যা, তার সমাধান হতে যাচ্ছে। যারা ডিআরএস প্রোভাইড করে, তাদের সঙ্গে লম্বা সময়ের চুক্তিতে যাচ্ছি আমরা। আমাদের অন্তত ২০২৭ পর্যন্ত দীর্ঘ চুক্তি। যেন বাংলাদেশে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলো সবগুলোতে ডিআরএসের সাহায্য পায়। সম্পাদনা: এল আর বাদল

তিনি আরো বলেন, আপনাদের তথ্যের জন্য বলছি, ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে এবং অনেক বিষয় এসেছে। ডিআরএস হচ্ছে আমাদের প্রডাকশনের একটা ব্যাপার। ডিসিশন মেকিংয়ে একুরেসি নিশ্চিত করা হয় এটার মাধ্যমে। আগে যখন ডিআরএস ছিল না, তখনও কিন্তু ক্রিকেটটা হতো, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্টও ডিআরএস ছাড়া হয়েছে। কিন্তু ঘরোয়া টুর্নামেন্টে আমাদের চেষ্টা ছিল ডিআরএস নিশ্চিত করার। আমরা যেটা করেছিলাম, প্রোডাকশনকে দায়িত্ব দিয়েছিলাম। এ জিনিস থেকে এখন বেরিয়ে এসেছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া