adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রেফারি ‘হৃদয়হীন’ তার ব্যক্তিত্ব ও সাহস নেই’

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শেষ মুহূর্তের পেনাল্টিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেয়া গোলে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়েছে। আর এতে করে আরও একবার চ্যাম্পিয়নস লিগে হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। ইনজুরি টাইমে পেনাল্টি দিয়েই ক্ষান্ত হননি ইংলিশ রেফারি মাইকেল অলিভার, এই সিদ্ধান্তের প্রতিবাদ করায় জুভেন্টাসের অধিনায়ক ও গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে লাল কার্ড প্রদর্শন করেন।

ক্ষুব্ধ বুফন ম্যাচ শেষে ইতালিয়ান এক চ্যানেলে বলেছেন, এই রেফারির কোনো হৃদয় নেই। ব্যক্তিত্ব ও সাহস না থাকলে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা না করে গ্যালারিতে পরিবারসহ বসে ম্যাচ উপভোগ করা উচিৎ ছিল তার।

সানতিয়াগো বার্নব্যুতে ৯৩ মিনিটে জুভ ডিফেন্ডার ব্লেইস মাতৌদির বিপক্ষে লুকাস ভাসকুয়েজকে ফাউলের অপরাধে পেনাল্টির নির্দেশ দেন অলিভার। স্পট কিক থেকে রোনাল্ডো গোল করলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে মাদ্রিদের শেষ চার নিশ্চিত হয়।

এই লাল কার্ডে একটি বিষয় অন্তত নিশ্চিত যে ৩০ বছর বয়সী বুফন হয়ত ক্যারিয়ারের শেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচটা খেলে ফেললেন। বুফন বলেন, রেফারি যে ফাউলটি দিয়েছে তা শুধু তিনিই দেখেছেন। সব মিলিয়ে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে এই ধরনের ম্যাচে অবশ্যই সেই মানের খেলোয়াড়, কোচ ও সমর্থকদের পাশাপাশি রেফারিও প্রয়োজন। কিছু কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের আবহ বোঝার ক্ষমতা তাদের থাকতে হবে। আর তা নাহলে এই ধরনের পরিস্থিতি হতেই থাকবে। -ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া