adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্ভাবনায় এগিয়ে অস্ট্রেলিয়া

dhoni1স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন শেষে ৩২৬ রানে লীড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ২৬১ রান। ৬২ রান নিয়ে ব্যাট করছেন শন মার্শ। ৮ রান নিয়ে তার সঙ্গী প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান রায়ান হ্যারিস। মার্শ-হ্যারিস মিলে মঙ্গলবার সকালে যে মারমুখি হয়ে নামবেন তা অনুমেয়। লিডটা চারশ’ ছাড়িয়ে গেলে সেটি ধাওয়া করা ভারতের জন্য হয়ে উঠবে আরও কঠিন। এ্যাডিলেডের প্রথম টেস্টে ঠিক পৌনে চারশ রান তাড়া করতে গিয়ে হেরেছিল বিরাট কোহলির দল। জয়ের সম্ভাবনায় অস্ট্রেলিয়াই যে এগিয়ে চতুর্থ দিন শেষে স্কোর সে আভাসই দিচ্ছে।
৮ উইকেটে ৪৬২ রান নিয়ে সোমবার চতুর্থ দিনে ভারত প্রথম ইনিংসের খেলা শুরু করে। সফরকারিরা মাত্র ৩ রানের মধ্যে বাকি ২ উইকেট হারিয়ে অলআউট হয় ৪৬৫ রানে। ৬৫ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়ার লিড ৩২৬ রানে নিয়ে যাওয়ার রুপকার ক্রিস রজার্স ও শন মার্শ।
সংক্ষিপ্ত স্কোর  :
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৫৩০/১০ (১৪২.৩ ওভার; স্মিথ ১৯২, হ্যারিস ৭৪, রজার্স ৫৭, হ্যাডিন ৫৫, ওয়াটসন ৫২, শন মার্শ ৩২; সামি ৪/১৩৮, যাদব ৩/১৩০, আশ্বিন ৩/১৩৪)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস- ২৬১/৭ (৭৫ ওভার; রজার্স ৬৯, শন মার্শ ৬২*, ওয়ার্নার ৪০, ওয়াটসন ১৭; ইশান্ত ২/৪৯, আশ্বিন ২/৫৬, যাদব ২/৭৩)
ভারত প্রথম ইনিংস- ৪৬৫/১০ (১২৮.২৫ ওভার; কোহলি ১৬৯, রাহানে ১৪৭, বিজয় ৬৮, ধাওয়ান ২৮, পুজারা ২৫; হ্যারিস ৪/৭০, জনসন ৩/১৩৫, লিয়ন ২/১০৮) সূত্র : ডেইলি স্পোর্টস

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া