adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি পদ ছেড়ে মেয়র নির্বাচনে তালুকদার আবদুল খালেক

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্যপদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা তালুকদার আবদুল খালেক।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী। তিনি জানান, আজ থেকেই খালেদের সংসদ সদস্য পদ শূন্য হয়ে গেছে।

২০১৩ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ভোটে হেরে যাওয়ার পর ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বাগেরহাটের মংলা-রামপাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খালেক।

আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খালেককে আবার প্রার্থী করেছে আওয়ামী লীগ। গত ৮ এপ্রিল দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

আর স্থানীয় সরকার আইন অনুযায়ী সংসদ সদস্য থেকে স্থানীয় সরকারের কোনো নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকে না বলে খালেককে সংসদ সদস্য পদ ছাড়তে হচ্ছে-এটা আগেই জানা গিয়েছিল।

আগামী বৃহস্পতিবার মেয়র পদে ভোট করতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রয়েছে। তার দুই দিন আগে আজ বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন খালেক।

স্পিকার সংষদে বলেন, ‘বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক সংবিধানে ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী আজ অপরাহ্নে আমার নিকট পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি।’

তাই বাগেরহাট-৩ আসনটি আজ অপরাহ্ন থেকে শূন্য হয়েছে বলেও সংসদকে জানান স্পিকার।

আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই আসনে উপ নির্বাচন করতে হবে। আর এই আসনে খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার বিষয়টি আগেই খালেককে জানানো হয়েছে।

খালেক ২০০৮ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পর ওই বছরের জাতীয় নির্বাচনে হাবিবুন নাহারই বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নে জিতেন।

এই আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত। যাকেই আওয়ামী লীগ এখানে মনোনয়ন দিয়েছে, তিনিই একানে জিতে এসেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া