adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানবীকে নিয়ে কটুক্তি ফেসবুকে পোস্টকারীকে গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

KAMALনিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মোহাম্মদ (স.) কে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে রংপুরের পাগলাপীর ঠাকুবাড়ি গ্রামের টিটু রায়কে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ইতোমধ্যে ওই যুবককে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযানে নেমেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, কয়েকদিন আগে টিটু রায় তার নিজের ফেসবুক আইডিতে মহানবী (স.) সম্পর্কে আপত্তিকর স্ট্যাটাস দেন। এ ঘটনায় আজ শুক্রবার জুমার নামাজে একত্রিত হওয়া মুসল্লিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুমার নামাজের পরপরই বিষয়টি নিয়ে বিক্ষৃুব্ধ মুসল্লিরা ওই গ্রামে হামলা চালায়। এ সময় কয়েকটি হিন্দু বাড়িতে আগুনও দেয় তারা।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে এক যুবক মারা যায় । এছাড়ও গুলিবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। এলাকাজুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কারা কিছুদিন পরপর এ ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দেয় তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হবে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে যারা তাণ্ডব চালিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে টিটু রায় নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া