adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবি: ৮ জনের লাশ উদ্ধার

DSC08ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি এলাকায় শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনায় আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে কোস্টগার্ড ও ডুবরিরা তাদের লাশ উদ্ধার করে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। কোস্টগার্ড পূর্ব জোনের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম ও কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ তারেক জানান, সকালে কুতুবদিয়া মোহনায় ৮টি লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যহত রয়েছে। আরো ১৭ জন নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি এলাকায় শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত জীবিত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার ততপরতা চালাচ্ছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া