adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের জনসভায় প্রধানমন্ত্রী : বিএনপি ক্ষমতায় এসে করে লুটপাট আর আওয়ামী লীগ করে উন্নয়ন

ডেস্ক রিপাের্ট : নৌকা মার্কায় ভোট দিলে সোনার বাংলাদেশ উপহার দেয়ার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের সঙ্গে বিএনপি সরকারের তুলনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে করে লুটপাট আর আওয়ামী লীগ করে উন্নয়ন।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ প্রধান। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর পর এটি তার পঞ্চম জনসভা।

১৭ বছর পর শেখ হাসিনা এলেন ঠাকুরগাঁওয়ে। উত্তরের এই জেলায় তাই গত কয়েক দিন ধরেই আওয়ামী লীগে নেতা-কর্মীরা ছিল উৎফুল্ল। নেত্রীর জনসভায় তারা দলে দলে যোগ দিয়েছে। বিরাট ময়দান লোকে লোকারণ্য হয়েছে। আর ময়দান ছাড়িয়েও মানুষের ভিড় আশেপাশের এলাকায় ছড়িয়েছে।

৪০ মিনিটেরও বেশি সময় ধরে দেয়া এই ভাষণে প্রধানমন্ত্রী তার সরকারের আমলের উন্নয়ন, বিএনপি আমলের পরিস্থিতি, তুলে ধরেন। বলেন, বর্তমান সরকার উন্নয়ন করেছে, দারিদ্র্য বিমোচন করছে। আরও উন্নয়ন হবে, আরও দারিদ্র্য বিমোচন হবে।

গত নির্বাচনে তিনটি আসনেই নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন জানিয়ে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার ওয়াদা করান শেখ হাসিনা।

আওয়ামী লীগের নির্বাচনী মার্কা নৌকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কাই দেবে উন্নতি, নৌকা মার্কা দেবে আপনাদের শান্তি, নৌকা মার্কাই করবে আপনাদের জীবন মান উন্নত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছি। এখন নৌকায় ভোট দিয়ে দেশে উন্নয়ন হচ্ছে।’

স্বল্পোন্নত বাংলাদেশ জাতিসংঘ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতিপত্র পাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলার মানুষের জীবন থেকে বহু বছর হারিয়ে গেছে। আজকে আমরা উন্নয়নের একটা ধাপ এগিয়ে গেছি। যে মাসে জাতির পিতার জন্ম হয়েছিল, সেই মাসেই আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হতে পেরেছি।’

‘আমরা দেশের মানুষর ভাগ্য পরিবর্তন করতে চাই। এক সময় দেশ হতদরিদ্র ছিল। আজকে আমরা বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি।;

‘সরকারের ধারাবাহিকতা আছে বলেই আজকে উন্নয়নের ছোঁয়া প্রতিটি এলাকায় যাচ্ছে, গ্রামে গ্রামে যাচ্ছে’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় আপনাদের কাছে ভোট চাই।’

‘আমি পিতা, মাতা, ভাই সব হারিয়েছি, আমার হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই।’

বঙ্গবন্ধুর স্বপ্নের কথা তুলে ধরে তার কন্যা বলেন, ‘আমার পিতা এ দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার জীবনের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন। দেশকে উন্নত করবেন, বিশ্বসভায় বাংলাদেশ মর্াদার আসনে অধিষ্ঠিত হবে।’

‘জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে চাই।’

আওয়ামী লীগের এই জনসভা শুরু হয় বেলা একটার দিকে। তার অনেক আগে থেকেই বিপুল সংখ্যক মানুষ এতে যোগ দেয়। এদের উল্লেখযোগ্য সংখ্যক ছিল নারী।

শেখ হাসিনা এতে যোগ দেন বেলা পৌনে তিনটায়। এসেই তিনি ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। একই পরিমাণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। বলেন, এর বাইরেও উন্নয়ন হবে।

এই ৬৬ প্রকল্প ছাড়াও ঠাঁকুরগাওয়ের একটি বিশ্ববিদ্যালয়, আন্তঃনগর ট্রেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আইটি পার্কসহ নানা উদ্যোগ নেয়ার ঘোষণ দেন। প্রতিটি ঘোষণাতে জনতা উৎফুল্ল হয়ে তুমুল করতালি দিয়ে স্বাগত জানায়।

প্রধানমন্ত্রীর এই জনসভায় জেলার তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা তাদের নামে ব্যানার, পোস্টার নিয়ে হাজির হন।

সরকারের সাফল্যেন বর্ণনা –

সরকার বিদ্যুত সমস্যার সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাশিক্ষাকে গুরুত্ব দিচ্ছি, লেখাপড়ার সুযোগ করে দিয়েছি।’

‘বয়বৃদ্ধ যারা কাজ করতে পারছে না, তাদেরকে বয়স্ক ভাতা দিয়েছি। এখন ৬৭ লক্ষ মানুষকে বয়স্ক, বিধবা ভাতা দিচ্ছি। ১৪২টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছি। আট লক্ষ প্রতিবন্ধীকে মাসে ভাতা দিয়ে যাচ্ছি।’

‘দুই কোটি ৪০ লক্ষ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছি। এক কোটি ৩০ লক্ষ মাকে মোবাইল ফোনের মাধ্যমে বৃত্তি দিচ্ছি।’

‘৮৫০০ পোস্ট অফিস ডিজিটাল সেন্টার হয়ে গেছে। সেখানে গিয়ে মানুষ সব ধরনের সেবা পেতে পারে।’

‘মা বোনদের জন্য তথ্য আপারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সাহায্য করে। মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা এবং পরিমাণ বৃদ্ধি করেছি।’

‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে কাজ করে যাচ্ছি। বিনা পয়সায় বই দেই, ছেলে মেয়েদের লেখাপড়া করাই। ৩৫ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার ১৬২টি বই বিনা পয়সায় ১ জানুয়ারি ছেলেমেয়েদের আতে তুলে দিয়েছি।’

‘উচ্চ শিক্ষা করার জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছি। কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছি প্রতিটি উপজেলায়। নার্সিং ট্রেইনিং, ভকেশনাল ট্রেইনিং, শিক্ষকদের ট্রেইনিং এর ব্যবস্থা করছি।’

‘ঘরের কছে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। এখন দেশে ১৮ হাজার ৫০০ কমিউটিনি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সেবা দেয়া হচ্ছে। ৩০ প্রকারের ওষুধ বিনা পয়সায় দিচ্ছি।’

এক কোটি কৃষককে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন ভর্তুকির টাকা সরাসরি যায় এই হিসাবে। আর দুই কোটি কৃষককে দেয়া হয়েছে কৃষি উপকরণ কার্ড। এই কার্ড দেখিয়ে তারা স্বল্প খরচে কৃষি উপকরণ কিনতে পা।

বিএনপির আমলে রেলের বহু লাইন ও স্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল জনিয়ে আওয়ামী লীগ সরকার নতুনভাবে রেল নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে বলেও জানান শেখ হাসিনা।

এ ছাড়া বেকার যুবকদের বিনা জামানতে ঋণ দিতে কর্সসংস্থান ব্যাংক, প্রবাসে যেতে শ্রমিকদেরকে যেন ভিটেমাটি বিক্রি করতে না হয়, সে জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক, একটি বাড়ি একটি খামার প্রকল্প, গ্রাম এলাকায় সঞ্চয়ে উৎসাহী করতে পল্লী সঞ্চয় ব্যাংক করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে প্রত্যেকটা মানুষ খেয়ে পড়ে বসবাস করবে, এটাই আমার লক্ষ্য।’

বিএনপির সঙ্গে তার সরকারের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে মানুষকে উপহার দেয় লাশ। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষ পায় উন্নতি, দারিদ্র্য থেকে মুক্তি।’

বিএনপির আমলে দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে আনা হয়েছে জানিয়ে এটাকে আরও কমিয়ে আনার কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আরওকমিয়ে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত হিসেবে গড়ে তুলব।’

‘আমরা চাই আমার দেশ এগিয়ে যাক। দেশ উন্নত হোক, বাংলাদেশ বিশ্বসভায় মর্াদা নিয়ে চলুক্।’

‘আমার কাছে দাবি করার প্রয়োজন নেই’ –

বাংলাদেশের কোথায় কী প্রয়োজন, সেটি জানা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘আমার কাছে দাবি করার প্র্রয়োজন নাই। এই বাংলাদেশ আমি চিনি, বাংলাদেশের আনাচে কানাচে আমি ঘুরেছি। মাইলের পর মাইল আমি পায়ে হেঁটেছি।’

‘ভ্যানে চড়েছি, রিকশায় চড়েছি। আমি লঞ্চে গিয়েছি, ট্রেনে গিয়েছি, যেভাবে পেরেছি সমগ্র বাংলাদেশ ঘুরেছি। বাংলাদেশের কোথায় কী প্রয়োজন, আমি ৮১ সাল থেকে সমগ্র বাংলাদেশ সফর করেছি। আর বাবার কাছেও শুনেছি।’

‘যখনই আমরা ক্ষমতায় আসি, বাংলাদেশের উন্নতি হয়। কারণ, ক্ষমতাকে আমি ভোগের বস্তু মনে করি না। ক্ষমতাকে মনে করি জনগণকে সেবা করা।’

‘প্রধানমন্ত্রী হিসেবে আমি মনে করি আপনাদের সেবক, জনগণের সেবক। আপনাদের সেবক হিসেবে আমি কাজ করি।’

বিএনপি কী করে? –

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রধানত সরকারের উন্নয়ন প্রকল্প, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। এর ফাঁকে বিএনপি সরকারের আমলের নানা নৈরাজ্য, ব্যর্থতা এবং বিএনপির আন্দোলনে নাশকতার কথাও তুলে ধরেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল মিথ্যা বলেন অভিযোগ করে তিনি বলেন, ফখরুল বিমান প্রতিমন্ত্রী থাকাকালে ওই এলাকায় বিমানবন্দরটিও বন্ধ করে দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়ন করি। বিএনপি কী করে? ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর‌্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। তারা কী করেছে?’

‘এরা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না, এরা মানুষেরটা লুটপাট করে খেতে জানে, মানুষকে দিতে জানে না।’

‘বিএনপির আমলে পাঁচ বার বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন কেন হলো?’

‘তার কারণ স্পষ্ট। শুধু বিমান যে ধ্বংস তা তো না, গোটা দেশটাকেই ধ্বংস করেছে। টাকা পয়সা লুটপাট। খালেদা জিয়া ও তার ছেলেরা অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।’

নির্বাচন ঠেকাতে বিএনপির সহিংস আন্দোলনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘ঠাকুরগাঁওয়ে যেমন প্রিজাইডিং অফিসার হত্যা করেছে, তেমন সমগ্র বাংলাদেশে প্রায় ১৬টা জেলায় তাণ্ডব চালিয়েছিল।’

‘তিন হাজার ৩৬ জন মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে। তাদের মধ্যে প্রায় ৫০০ মানুষ মারা গেছে। সাড়ে তিন হাজারের ওপর ট্রাক পুড়িয়েছে। সিএনজিতে বসা ড্রাইভারকে বাইরে থেকে আগুন দিয়ে পুড়িয়েছে। পুলিশকে রাস্তায় ফেলে হত্যা করেছে। গাইবান্ধায় চার জন পুলিশকে হত্যা করেছে।’

‘আমরা বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছি, চাপাঁইনবাবগঞ্জের কানসাটে তারা বিদ্যুৎকেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়েছে, বিদ্যুৎকেন্দ্রের যে ইঞ্জিনিয়ার, তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।’

খালেদা জিয়ার সন্তানদের বিদেশে পাচার করা টাকা ধরা পড়া, দেশে ফিরিয়ে আনা, এতিমদের জন্য আনা টানা ‘আত্মসাত করে’ খালেদা জিয়ার কারাদণ্ডের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এটা ক্ষমতায় এসে কিছু দিতে জানে না, এরা জানে মানুষের কাছ থেকে নিতে।

জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী, দলের যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া