adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌম্য সরকারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। তিন ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় ২০তম অবস্থানে আছেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচটি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩২ বল খেলে ৫১ রান করেছিলেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রান করে।

অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসানকে সরিয়ে সেরা অলরাউন্ডারের জায়গায়টি দখল করেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে গ্লেন ম্যাক্সওয়েল আছেন সেরা অবস্থানে। আর ৩২৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান আছেন দ্বিতীয় অবস্থানে। টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা অলরাউন্ডারের জায়গায়টি হারালেও টেস্ট ও ওয়ানডেতে ঠিকই সেরা অলরাউন্ডারের জায়গায়টি ধরে রেখেছেন সাকিব আল হাসান।

এই ফরম্যাটে বোলাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান। পুরুষ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে এই কীর্তি অর্জন করলেন ১৯ বছর বয়সী এই তরুণ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ উন্নতি করে শীর্ষে উঠে এসেছেন কিউই ব্যাটসম্যান কলিন মুনরো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া