adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপ ভারতের

INDIAস্পাের্টস ডেস্ক : ক্রিকেটে সময় এখন ভারতের। টেস্টে তারা বিশ্বের এক নম্বর দল। এক নম্বর দল ওয়ানডে ফরম্যাটেও।এবার যুব বিশ্বকাপেরও শিরোপা জিতলো ভারত।আজ নিউজল্যান্ডের বে ওভালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে সহজে হারিয়ে দেয় ভারত। এ জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে তারা।এ নিয়ে চতুর্থবার শিরোপা জিতলো ভারত।

অস্ট্রেলিয়ার দেওয়া ২১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অনবদ্য শতরান করেন মনজিত কালরা। ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। দেশাই করেন অপরাজিত ৪৭ রান।

এরআগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।ভারতীয় বোলারদের তোপের মুখে মাত্র ২১৬ রানেই গুটিয়ে যায় অজিরা।

শুরুতে পরপর ফিরে যান অজি ওপেনার এডয়ার্ডস (২৮) এবং ব্রায়ান্ট (১৪)।অধিনায়ক জেসন সাংঘা  আউট হন ১৩ রানে। এরপর মারলো এবং উপ্পল অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন। দু’জনে মিলে ৫০ রানের জুটিও গড়েন। ৩৪ রানে প্যাভিলিয়নে ফেরেন উপ্পল। এরপর মেরলো এবং ম্যাকসোয়েনি মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে জুটিতে ৪৯ রান যোগ করার পর আউট হন ম্যাকসোয়েনি (২৩)।দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ডানহাতি মেরলো। কিন্তু ডেথ ওভারে ভারতের নাগারকোটি, মাভি, পোড়েলরা দুর্দান্ত বোলিং করেন। তাঁদের আঁটোসাটো বোলিংয়ের সামনে ঝোড়ো ব্যাটিং করতে গিয়ে একের পর এক উইকেট হারায় অজিরা। ৭৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান মেরলোও। ভারতীয় বোলারদের মধ্যে ঈশান, নাগারকোটি, অনুকূল এবং শিবা সিং দু’টি করে উইকেট পেয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া