adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত বাতিল হলো বাংলাদেশ- জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচ

ZIMBABEWক্রীড়া প্রতিবেদক : ঢাকায় পা রাখার কথা ছিল গতকাল বুধবারই। কিন্তু শিডিউল বিপর্যয়ে একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসার কথা তাদের। পেছালো আরও একদিন। শুক্রবার বিকেল ৫টায় ঢাকায় পা রাখবে তারা। কিন্তু সেখানে থাকছে না পুরো দল। আসছেন ছয় জন খেলোয়াড়। বাকি খেলোয়াড়রা আসবেন আরও তিনভাগ হয়ে। এভাবে ১২ জানুয়ারি গভীর রাত পর্যন্ত চলবে আসার পালা। আর এই সমস্যার কারণেই শেষ পর্যন্ত ১৩ জানুয়ারি নির্ধারিত প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে জিম্বাবুয়ে দল।

 
মূলত রাতেই ঢাকায় ফিরে পরদিন সকালেই মাঠে নামা অনেকটাই অসম্ভব যে কোন দলের জন্য। ভ্রমণ ক্লান্তিতো রয়েছেই, সঙ্গে রয়েছে নতুন ভ্রমণ। কারণ টিম হোটেল থেকে প্রায় দেড় ঘণ্টার পথ ম্যাচ ভেন্যু সাভারের বিকেএসপি। খুব ভোরে উঠে সেখানে যাওয়ার ঝক্কি পোহাতে চাইছে না কেউ। তাই ওইদিন ম্যাচের পরিবর্তে বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এক এসএমএস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় শুধু যে জিম্বাবুইয়ানদের ক্ষতি হয়েছে তা নয়। হয়েছে টাইগারদেরও। কারণ দীর্ঘদিন থেকেই ওয়ানডে সংস্করণে খেলা হচ্ছে না তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এখনও কোন ওয়ানডে ম্যাচ খেলেনি টাইগাররা। এমনকি ঘরোয়া ক্রিকেটেও না। এ ম্যাচের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১২ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। সেখানে ছিলেন ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে দলে ডাক পাওয়া চার ক্রিকেটার -এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। তবে আসল লড়াইয়ের আগে নিজের আর ঝালাই করে নিতে পারলেন না তারা।

ত্রিদেশীয় সিরিজে অপর দলটি শ্রীলঙ্কা। তারা ঢাকায় আসবে ১৩ জানুয়ারি। টুর্নামেন্ট ১৫ জানুয়ারি থেকে শুরু হলেও তাদের প্রথম ম্যাচ হবে ১৭ জানুয়ারি। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। উদ্বোধনী দিনে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া