adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়করাজের আজ জম্মদিন

RAZZAKবিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র ইতিহাসের সেরা নায়ক তিনি, সেরা অভিনেতাও তিনি। অভিনয়টাকে তিনি নিয়ে গিয়েছিলেন শৈল্পিক পর্যায়ে। জীবনের অন্তিম মুহুর্তে এসেও অভিনয়ই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। কথা বলছি, বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা অভিনেতা ও নায়কদের রাজা রাজ রাজ্জাক সম্পর্কে।

প্রয়াত এই মহানায়কের আজ ৭৬তম জন্মদিন। রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আকবর হোসেন ও মাতার নাম নিসারুননেছা। শুভ জন্মদিন রাজ রাজ্জাক।

রাজ্জাকের অভিনয় করার ঝোঁক ছিল ছাত্রজীবন থেকেই। সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে কেন্দ্রীয় চরিত্রের জন্য বেছে নেন। অভিনয়ের জন্য মাত্র ১৮ বছর বয়সে তিনি মুম্বাইও গিয়েছিলেন।

১৯৬৪ সালে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হলে স্ত্রী রাজলক্ষী ও বড় ছেলে বাপ্পারাজকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। ষাটের দশকের মাঝামাঝি সময়ে তিনি সালাউদ্দিন প্রোডাকশন্সের ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ এবং কার বউ, ডাক বাবু, আখেরী স্টেশনসহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন।

এরপর ১৯৬৬ সালে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন নায়ক রাজ্জাক। ওই ছবিতে লখিন্দর চরিত্রে অভিনয়ের মাধ্যেম তিনি চলচ্চিত্রে অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। পৌরাণিক কাহিনিধর্মী সেই চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্রে একটি মাইলফলক হয়ে আছে।

সেই থেকে পথচলা শুরু। সুদীর্ঘ ৫২ বছরের অভিনয় জীবনে কখনোই দুর্দিন দেখতে হয়নি এই মহানায়ককে। অভিনয় করেছেন দুর্দান্ড প্রতাপের সঙ্গে। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি। রাজ্জাকের সঙ্গে কবরী ও সাবানার জুটি ছিল সর্বাধিক দর্শকপ্রিয়।

অর্ধ-শতাধিক বছর ধরে বাংলা চলচ্চিত্রকে তিনি যা দিয়েছেন, তার যথাযথ স্বীকৃতিও পেয়েছেন প্রয়াত এই অভিনেতা। রেকর্ড ছয় বার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতেছেন তিনি। যার মধ্যে পাঁচটিই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। তালিকায় আরও রয়েছে স্বাধীনতা পুরস্কার, আজীবন সম্মাননা, মেরিল প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কার, ইন্দো-বাংলা কলা মিউজিক পুরস্কার, ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কার এবং বাবিসাস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।

কলকাতার ছবিতেও অভিনয় করেছেন নায়ক রাজ। ১৯৯৮ সালে অঞ্জলি ফিল্মসের ব্যানারে তাঁর পরিচালিত ‘বাবা কেন চাকর’ ছবিটি টালিউডে পুনঃনির্মিত হয়। ছবিটি কলকাতায়ও ব্যবসাসফল হয়। পরে তিনি রবি কিনাগী পরিচালিত ‘অন্নদাতা’ এবং স্বপন সাহা পরিচালিত ‘জন্মদাতা’ ছবিতে অভিনয় করেন। এই ছবি দুটিতে তাকে বাড়ির প্রভাবশালী গৃহকর্তারূপে দেখা যায়। এছাড়া তিনি ২০০৬ সালে ‘হিরো’ ও ‘এরই নাম প্রেম’ ছবিতে অভিনয় করেন। ‘হিরো’ ছবিতে তিনি পুলিশ কনস্টেবল ভবানী শঙ্কর চরিত্রে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাও করেছেন নায়ক রাজ্জাক। ১৯৭৭ সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অনন্ত প্রেম’। তাঁর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘আয়না কাহিনি’ মুক্তি পায় ২০১৪ সালে। সব মিলিয়ে তিনি প্রায় ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। এর মধ্যে তাঁর মালিকানার রাজলক্ষী প্রোডাকশন থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়।

কিন্তু গত বছরই অসংখ্য ভক্তকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান বাংলার এই মহানায়ক। ২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপতালে মৃত্যুবরণ করেন রাজ্জাক। পরে ২৩ আগস্ট তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া