adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্কাইপের বিকল্প মেগাচ্যাট

kim-1422012263ডেস্ক রিপোর্ট : মেগাচ্যাট নামে মাইক্রোসফটের স্কাইপের প্রতিদ্বন্দ্বী সেবা তৈরি করেছেন নিউজিল্যান্ডের ইন্টারনেট উদ্যোক্তা কিম ডটকম। গতকাল বৃহস্পতিবার এনক্রিপটেড এ চ্যাট সেবাটি উন্মুক্ত করার ঘোষণা দেন তিনি।
কিম ডটকম বলেন, মেগাচ্যাট
https://mega.co.nz সেবাটি ধীরে ধীরে উন্মুক্ত করা হবে। শুরুতে পরীক্ষামূলকভাবে ভিডিও কল সেবা হিসেবে এটি উন্মুক্ত করা হচ্ছে।
টুইটারে মেগাচ্যাট উন্মুক্ত করার বিষয়টি তিনি টুইটারে পোস্ট করেন। তিনি বলেন, ‘মেগাচ্যাট বিশেষ এনক্রিপশন প্রযুক্তি দিয়ে ব্যবহারকারীকে নিরাপত্তা দেবে। এ সাইটে কোনো নিরাপত্তা ত্রুটি জানলে আমাদের অবহিত করুন। আমরা আপনাদের পুরস্কৃত করব।’

নিউজিল্যান্ডের উদ্যোক্তা কিম ডটকম মেগাচ্যাটকে স্কাইপের প্রতিদ্বদ্বী হিসেবে তৈরির ঘোষণা দিয়েছিলেন গত বছরের ডিসেম্বর মাসে। মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারি থেকে মাইক্রোসফটের স্কাইপ যখন ব্যবহারকারীদের সুরক্ষা দিতে পারছে না তখন স্কাইপের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেগাচ্যাট সুরক্ষিত সেবা দিয়ে যাবে বলে ঘোষণা দেন তিনি। স্কাইপের নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন, তাদের জন্যই মেগাচ্যাট বিকল্প হবে বলে ঘোষণা দেন তিনি।
সূত্র : বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া