adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ লিগের দল টটেনহ্যাম কিনছেন মার্ক জাকারবার্গ

JUKAR BARGস্পাের্টস ডেস্ক : গত তিন বছর ধরে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দল কেনা – বেচার হিড়িক চলছে। ম্যাচচেষ্টার ইউনাইটেড (ম্যান ইউ) থেকে লিভারপুল,চেলসি থেকে ম্যান সিটি, সব ক্লাবেরই কর্ণাধার কোনও না কোনও ব্যবসায়ী বা বিখ্যাত কোনও সংস্থা৷ এবার সেই দলে নাম লেখাতে যাচ্ছে টটেনহ্যাম হটস্পার৷ জানা গেছে লন্ডনের এই বিখ্যাত ক্লাব কিনে নিতে পারেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
বর্তমানে টটেনহ্যামের মালিকানা রয়েছে বাহামার ব্যবসায়ী জো লুইসের হাতে৷ ২০০১ সালে তিনি এই ক্লাবের ৮৫.৫৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছিলেন৷ ২০১৬-১৭ মওশুমে প্রিমিয়র লিগ টেবলে চেলসির পিছনেই ছিল ‘স্পার্স’৷স্বভাবতই প্রশ্ন উঠেছে এই সাফল্য দেখেই কি টটেনহ্যাম কেনার কথা ভাবছেন জাকারবার্গ! আরো জানা যায়, বর্তমান মালিকের কাছে ক্লাবটির জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব ইতিমধ্যেই চলে গেছে৷ অবশ্য ক্লাবের তরফ থেকে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে৷-কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া