adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফেকে ক্লাব ফুটবলে জোর দিতে বললেন এএফসি সভাপতি

A F Cস্পাের্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সেজেছে অন্যরকম সাজে। সেখানে উৎসবমুখর পরিবেশ। বাড়তি আয়োজনের কারণটা এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে ঘিরে। সোমবার তাকে বাফুফে দিয়েছে লাল গালিচা সংবর্ধনা। ফুল দিয়ে বরণের আনুষ্ঠানিকতা শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে দেখা করেন শেখ সালমান। এরপরই মুখোমুখি হন তিনি সংবাদমাধ্যমের।

কথার শুরুটা করেছিলেন অবশ্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শেখ সালমান প্রসঙ্গে তার বক্তব্য, ‘এএফসি সভাপতিকে বন্ধু মনে করি। যেকোনও সমস্যাতে তার কাছে গেলে দুই মিনিটেই সমাধান হয়ে যায়। বিশ্বে এমন বন্ধু পাওয়া কঠিন।’ ‘বন্ধুত্বের’ জবাবটা নিজেই দিয়েছেন এএফসি সভাপতি শেখ সালমান বাংলাদেশের ফুটবলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে, ‘এএফসির সব প্রতিযোগিতায় বাংলাদেশ খেলছে। খেলাধুলার প্রতি আপনাদের যে নিষ্ঠা বা প্রতিশ্রুতি দেখছি, সেটা ভালো বলতে হবে। ফিফা এরই মধ্যে বাফুফেকে তিনটি টার্ফ বরাদ্দ দিয়েছে। তবে আমি মনে করি এখনও সেরাটা আসার বাকি আছে।’

মেয়েদের ফুটবলের প্রশংসাও ঝরল তার কণ্ঠে, ‘এশিয়ার কয়েকটি মহিলা ফুটবল দল ফিফা র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে আছে। বাংলাদেশের মহিলা ফুটবল দল উন্নতি করছে। অনূর্ধ্ব-১৬ মহিলা দল বাছাই পেরিয়ে মূল পর্বে গেছে। বাংলাদেশের মহিলা ফুটবলে আরও ভলো করার সুযোগ আছে।’

ফিফা থেকে আগেই তিনটি মিনি টার্ফ বাংলাদেশের জন্য অনুমোদন হয়েছে। এ প্রসঙ্গে শেখ সালমানের বক্তব্য, ‘তিনটি টার্ফ শিগগিরই চলে আসবে। আশা করি তারা আরও বেশি চাইবে। কেননা বাংলাদেশের মতো দেশে প্রচুর বৃষ্টি হয়। এই ধরনের টার্ফে সারা বছর  ফুটবল চালিয়ে  নিতে সুবিধা হবে। যদি তাদের এ ধরনের কোনও অনুরোধ থাকে, তাহলে আমি তা পূরণের চেষ্টা করব।’

বাংলাদেশের ফুটবলের উন্নতির পথ বোঝাতে নিজের দেশ বাহরাইনকে উদাহরণ হিসেবে টেনে এনেছেন এএফসি সভাপতি, ‘ক্লাব পর্যায়ের দলগুলোর উন্নতি ছাড়া আপনি শক্তিশালী জাতীয় দল গঠন করতে পারবেন না। আমি বাহরাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলাম ১৯৯৬ সালে। তখন অটো ফিস্টার ছিলেন বাংলাদেশের কোচ। সেবার জিততে আমাদের কষ্ট করতে হয়েছিল খুব। ভবিষ্যতে সেটার পুনরাবৃত্তি হতে পারে, কেননা বাংলাদেশে প্রতিভাবান খেলোয়াড় আছে।’

ফুটবলে কঠিন সময় পার করছে বাংলাদেশ। যদিও খারাপ সময়ের কথা না ভেবে সামনে এগোনোর পরামর্শ শেখ সালমানের, ‘সবারই  উত্থান-পতন আছে। কখনও  ভালো প্রজন্ম পাবেন, আবার মন্দ প্রজন্মও পাবেন। তবে দেখার বিষয় হলো আপনি কিভাবে দুঃসময়ের বলয় থেকে নিজেকে তুলে আনবেন। ফের নিজেকে তৈরি করবেন।’ ক্লাব ফুটবলের উন্নতির কথা আরেকবার মনে করিয়ে দিলেন তিনি, ‘ফুটবল ফেডারেশন এবং ক্লাবগুলোর কিছু দায়িত্ব আছে কার্যক্রম চালিয়ে নেওয়ার। আপনি কখনও আশা করতে পারেন না ফুটবল ফেডারেশন একাডেমি চালাবে। এটা ক্লাবের পক্ষ থেকে আসতে হবে। ক্লাবগুলোই তাদের নিজেদের মতো করে বয়সভিত্তিক লিগ চালু করতে পারে। মূল দলের চেয়ে ক্লাবগুলোর তৃণমূল পর্যায়ে দৃষ্টি দেওয়াটা গুরুত্বপূর্ণ।’-বাংলাট্রিবিউন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া