adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমালিয়ায় ট্রাক বোমা হামলায় নিহত বেড়ে ২৩০

news imageআন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ততম এলাকায় ভয়াবহ ট্রাক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০০ জন আহত হয়েছেন।

রোববার সোমালি পুলিশ হালনাগাদ এ তথ্য জানিয়েছে। খবর: বিবিসি।

পুলিশ কর্মকর্তা ইবরাহিম মোহাম্মদ বলেন, ‘আমরা বিভিন্ন হাসপাতাল সূত্র থেকে হতাহতের বিভিন্ন পরিসংখ্যান পাচ্ছি। তবে এ পর্যন্ত আমরা ২৩০ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছি। এদের অধিকাংশই এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই।’

তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আরও তিন শতাধিক লোক আহত হয়েছেন যাদের অনেকের অবস্থা গুরুতর।

একটি হোটেলের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক ভর্তি ট্রাক দিয়ে ঘটানো এই বিস্ফোরণে ওই এলাকাটি রীতিমতো বিধ্বস্ত হয়।

এ বোমা হামলা কারা চালিয়েছে তা স্পষ্ট নয়। এখনো কোনো পক্ষ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। তবে সন্দেহ করা হচ্ছে আল-শাবাব গোষ্ঠী এই হামলা চালাতে পারে।

আলকায়েদার সঙ্গে সম্পৃক্ত এই গোষ্ঠিটি সোমালিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধরত এবং মোগাদিসু তাদের নিয়মিত টার্গেট।

হামলায় সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশঙ্কা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

শহরের একজন বাসিন্দা বলেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে। বলা হচ্ছে, মোগাদিসুতে এর আগে যত হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম বড় ধরনের বোমা হামলা।

ভয়াবহ এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ ফারমাজো।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া