adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় বন্যা – জরুরী অবস্থা ঘোষণা

গাজায় বন্যা, জরুরী অবস্থা ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার জরুরী অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। খবর আলজাজিরার।
টানা দুই দিনের বর্ষণে গাজার অনেক এলাকা পানিতে ভেসে গেছে। এ অবস্থায় জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জরুরী অবস্থার ঘোষণা দেয়।
ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকা থেকে শত শত লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।
ইউএনআরডব্লিউএ ইতোমধ্যে তাদের চালিত ৬৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। তারা জরুরী ভিত্তিতে শহরটির জন্য জ্বালানী, পানি, পয়ঃনিষ্কাশন ও চিকিতসা সহায়তা দেওয়া শুরু করেছে।
সংস্থাটির গাজা প্রধান রবার্ট টার্নার বলেন, হঠাত করে আঘাত হানা বেশ কয়েকটি ঝড়ের ফলে অপ্রত্যাশিত ক্ষতি সাধিত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য এ পরিস্থিতি মোকাবেলা করা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি গাজায় চালানো ইসরায়েলী বর্বর হামলার শিকার ফিলিস্তিনীদের মধ্যে এক লাখ লোক এখনও গৃহহীন অবস্থায় রয়েছেন। এ অবস্থায় আকস্মিক বন্যা তাদের জীবনযাপনকে আরও সঙ্কটময় করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া