adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনার ক্যাম্পাসে আসছে ‘ডুব’

D U Bবিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বহুল আলোচিত ছবি ‘ডুব’ বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পাবে ২৭ অক্টোবর। তবে ছবির পরিচালক ফারুকী বর্তমানে এ ছবিটি নিয়ে মিশরের একটি উৎসবে আছেন। সেখান থেকে যাবেন ভ্যানকুভার, প্যারিস ও বুসান চলচ্চিত্র উৎসবে। দেশে ফিরবেন অক্টোবরের মাঝামাঝি সময়ে। তবে সেখান থেকেই ফেসবুকে ‘ডুব’ এর প্রচারণা ঘোষাণা দিয়েছেন এই নির্মাতা।
এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী জানান, ২০০৯ সালে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবিটি নিয়ে প্রথম ক্যাম্পাসে যাওয়া শুরু করি। কারণ সিম্পল-যারা আমার প্রধান দর্শক তাদের কাছে সরাসরি যাওয়া। মাঝখানে দুইটা ছবিতে এটা করার সময় পাই নাই। তাই এবার হাতে অল্প সময়ে থাকলেও যে কয়টা দিন হাতে পাবো সেটা প্রপারলি কাজে লাগাতে চাই।’

ছবিয়ালের ইমেল হককে সমন্বয়ক করে ‘ডুব গোজ টু ক্যাম্পাস’ নামে এই প্রজেক্ট ঘোষণাও করেন ফারুকী। যে সব ইউনিভার্সিটি বা কলেজ ‘ডুব’ ছবির পরিচালক ও শিল্পীদের  ক্যাম্পাসে আমন্ত্রণ জানাতে চান তারা ই-মেইল করে ক্যাম্পাসে আমন্ত্রণ জানাতে পারবেন। ডুব টিমকে আমান্ত্রণ জানাতে ই-মেইল করতে হবে [email protected]এ । ফারুকী আরও জানান, আপনাদের আয়োজন সম্পর্কে  সহযোগিতা করবে ‘ডুব গোজ টু ক্যাম্পাস’ এর সমন্বয়ক ইমেল হক। ফারুকী জানান, বেশিরভাগ সংবাদ মাধ্যম আমাকে বা আমার পরের নতুন ফিল্মমেকারদের পাশে সব সময়ই ছিলো। আশা করি এবারও থাকবে।’

এই বিষয়ে ‘ডুব গোজ টু ক্যাম্পাস’ এর সমন্বয়ক ইমেল হক বলেন, আমরা আগামী  অক্টোবর বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে এই প্রচারণা চালাবো ।পাশাপাশি আমার ফেসবুকে বা মেইলেও ছবিটি নিয়ে প্রচারণা চলবে। কেউ আমাদেরকে আমন্ত্রণ জানালে আমার চলে যাবো তাদের ক্যাম্পাসে। এদিকে মুক্তির ঠিক এক মাস আগে গতকাল বুধবার রাতে ছবিটির বাংলাদেশী প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এর ট্রেলার। এরই মধ্যে ট্রেলারটি দেখার জন্য দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ দেখা গেছে।

মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে লিখেছেন, প্রত্যেকটি ছবিতে একটা জার্নি থাকে নিজেকে নতুনভাবে চেনার, আবিষ্কারের। ‘ডুব’-এও  সেই বিনীত চেষ্টা জারি ছিলো। আসুন দেখি, কোন দিকে গেলো, কোন রংয়ে সাজলো সেই চেষ্টা। ট্রেলার ফিডব্যাকে ভক্তদের নানা প্রশ্নের জবাবে ফারুকী এরপর ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, কারো জীবন থেকে ইন্স্পায়ার্ড নাকি না, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ছবিতে আমি কি দেখাতে চাইছি, কোন  বেদনার বা শূন্যতার বোধ তৈরি করতে চাইছি। সেটাই মুখ্য বিষয়। সেটা জানতে অপেক্ষা করি ছবি দেখা পর্যন্ত।’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের ইরফান খান এবং এসকে মুভিজের প্রযোজনায় ‘ডুব’ সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী, ও ভারতের খ্যাতিমান অভিনেতা ইরফান খান, অভিনেত্রী পার্ণো মিত্রসহ আরও অনেকে। প্রসঙ্গত, ‘ডুব’ ছবিটি মুক্তি পাওয়ার আগেই রাশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরে নয়টি দেশের ১০টি ছবির সঙ্গে লড়ে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া