adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উজ্জীবিত জামায়াত, টার্গেট এবার সাংগঠনিক জোরদার

download-7ডেস্ক রিপাের্ট : নতুন আমির নিযুক্ত হবার পর উজ্জীবিত জামায়াত। এ লক্ষ্যে সারাদেশের সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক গতিশীলতা বাড়ছে। গত কয়েকদিন যাবত বেশ কিছু জেলাতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখছে। এমনটি জানিয়েছে সংগঠনটির জেলা নেতারা।
এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দলের শীর্ষ নেতাদের একে একে ফাঁসি কার্যকরের পর নতুন আমীর নিযুক্ত হলেও আবারো একটু সমস্যার মধ্যে পড়েছে জামায়াত। সম্প্রতি নতুন আমির মকবুল আহমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল ইতিমধ্যে তদন্ত্রের কাজ শুরু করছেন। এ কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরণের হতাশা বিরাজ করছে। যা দলটির নেতাকর্মীদের জন্য শুভ হচ্ছে না। এমন ধরণের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জামায়াতের একাধিক নেতার। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, অতীতে শীর্ষ নেতাদের ফাঁসি ঠেকানের জন্য সব ধরণের কৌশল করেও লাভ হয়নি।

একই সঙ্গে আইনী লড়াই চালিয়ে নেতাদের রক্ষার জন্য নানা ফন্দি করলে শেষ মূর্হত্বে ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটির শীর্ষ নেতারা। শুধু তাই নেতাদের ফাঁসি কার্যকরে দলটির নীতিনির্ধারকরা হতবাক হন। এমন কথা জানাগেছে দলটির বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র থেকে। তারা আশা করছেন নতুন আমির মকবুল আহমাদ দায়িত্ব পাবার পর জামায়াত নতুনভাবে ঘঁরে দাঁড়াবে। এ লক্ষে নেতাকর্মীদের মধ্যে বেশ উদ্দিপনা দেখা যাচ্ছে। একই সঙ্গে দলটির নেতাকর্মীরা সাংগঠনিক জোরদারে মাঠে নামবে।

এ টার্গেটকে লক্ষ্য করে এগুতে নির্দেশনা দিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতারা। দলটির মিরপুর জোনের একনেতা এতথ্য জানিয়ে বলেন, যুদ্ধাপরাধ মুক্ত হলে ঘুঁরে দাঁড়াবে জামায়াত। তাই নতুন আমিরের বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগ উঠার পর জামায়াতের দায়িত্বশীলদের মধ্যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য তারা নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন ভেতরে ভেতরে। এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের দায়িত্বশীল নেতারা। পাশাপাশি উজ্জীবিত হয়েছে দলটির নেতাকর্মীরা। নতুন আমির মকবুল আহমাদকে সব ধরনের সহযোগিতা করবে জামায়াতের আন্ডারগাউন্ডে থাকা নেতারা।

বিগত দিনে নেতাদের বিরুদ্ধে আদালতে মামলার মোকাবেলার বাইরে রাজপথের আন্দোলনে পুরোপুরি ব্যর্থ হয়েছে দলটির নেতাকর্মীরা। সূত্রগুলোর প্রাপ্ত খবরে জানাগেছে, জামায়াত তখন নিস্তেজ হয়ে পড়েছে, আগের মত সেই জৌলুস আর নেই সংগঠনটির। তাই নেতাদের বাঁচাতে আগ্রহী হচ্ছে না অনেকে নেতাই। আবার বেশ কিছু নেতা সংগঠনের দায়িত্বশীলের পদ ছেড়ে দিলেও নতুন কমিটিতে তাদেরকে অন্তর্ভূক্ত করা হচ্ছে। এমন তথ্যও জানান জামায়াত কর্মীদের মধ্যে কেউ কেউ। তবে এব্যাপারে নেতাদের কারো সাক্ষাৎ নেয়া সম্ভব হয়নি। তবে নতুন আমির পাবার পর নেতাকর্মীদের মধ্যে প্রথম সপ্তাহ আনন্দের হলেও পরবর্তীতে যুদ্ধাপরাধের অভিযোগ উঠায় আবারো একটু সমস্যার পথে জামায়াত। গতকাল এমন তথ্য জানিয়েছেন দলটির নেতারা।
অপরদিকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত দলের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুর কাদের মোল্লা ও সিনিয়র সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সর্বশেষ মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরেও অতীতে আন্দোলনের বাহাস দেখাতে পারেনি জামায়াত। এ অবস্থায় নেতাকর্মীদের মধ্যে তখন হতাশা লক্ষ্য করা গেছে। তখনকার সময় শুধু নিয়ম রক্ষার হরতাল দিয়ে নেতাকর্মীদের মন পাওয়ার চেষ্টা করছে দলটি। তাই এখন নতুনভাবে ঘুঁরে দাঁড়ানোর জন্য সকল ধরণের টার্গেট নিয়ে এগুতে যাচ্ছে জামায়াতের নীতি-নির্ধারণী ফোরাম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া