adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাম্পত্য জীবনে মাশরাফির ১২ বছর

MASHRAFIস্পাের্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার ১১তম বিবাহ বার্ষিকী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)। ২০০৬ সালের এ দিনে তিনি নড়াইলের মেয়ে সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১১ বছর অতিক্রম করে ১২ বছরে পা দিয়েছে এ দম্পতি।

নড়াইল শহরের মহিষখোলা (বয়েজ স্কুল মাঠের উত্তরপাশে) এলাকার গর্বিত পিতা গোলাম মোর্তজা স্বপনের বড় ছেলে মাশরাফি। তার মায়ের নাম হামিদা বেগম বলাকা। মাশরাফির ছোট ভাইয়ের নাম সিজার মাহমুদ।
মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি নড়াইল শহরের আলাদাতপুর এলাকার স্কুল শিক্ষিকা হোসনে আরা সিরাজের মেয়ে। সুমির বাবা মরহুম সিরাজুল হক। সুমি তিন বোনের মধ্যে ছোট।

২০০৬ সালের ৭ সেপ্টেম্বর মাশরাফি-সুমির বিয়ে হয় শহরের রূপগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে। দুপুর ১টার পর বিশাল গাড়িবহরে বর বেশে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেটর উজ্জ্বল নক্ষত্র অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। ইসলামী শরিয়ত মোতাবেক দু’জনের বিবাহ সম্পন্ন হয়। পরদিন নড়াইল চিত্রা রিসোর্টে বৌভাতের আয়োজন করা হয়। তবে বৌ-ভাতের দাওয়াতপত্রে লেখা ছিল উপহার বর্জনীয়। সেদিন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ ক্রীড়াঙ্গনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নড়াইলের সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ নিমন্ত্রণ পেয়েছিলেন।
দাম্পত্য জীবনে মাশরাফি-সুমির দুই সন্তান রয়েছে। প্রথম সন্তান মেয়ে। নাম হোমায়রা। তার বয়স এখন সাড়ে ৬ বছর। ছোট সন্তান ছেলে। তার নাম সাহেল। মাশরাফির জন্মদিনেই সাহেল পৃথিবীর আলো দেখেছে। সাহেলের বয়স এখন আড়াই বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফি জন্মদিন বা বিবাহ বার্ষিকী কখনোই পালন করেন না। তাই এ বছরও বিবাহ বার্ষিকীতে কোনো আয়োজন নেই।
মাশরাফির প্রাকটিসের কারণে ঈদ শেষে বৃহস্পতিবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রাপথেই বিবাহ বার্ষিকীর আনন্দটা উপভোগ করতে চান মাশরাফি দম্পতি।
১১তম বিবাহ বার্ষিকীতে মাশরাফির মা হামিদা বেগম বলাকা তাদের তার ছেলে, বৌমা ও মাশরাফির ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সব খেলোয়াড়ের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মাশরাফি ৩১ আগস্ট ঈদ করতে বাড়িতে আসেন। বাড়ি আসার পর থেকে তার ব্যস্ত সময় কেটেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ভক্তদের সন্তুষ্ট করতে তাদের সঙ্গে সেলফি তোলা, গল্প করা, কুশল বিনিময়ে অধিকাংশ সময় কেটেছে। এ ছাড়া নড়াইলের উন্নয়নে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। গত ৪ সেপ্টেম্বর এ উপলক্ষে পদযাত্রাও করেছেন। এ ছাড়াও বাড়ির সামনের মাঠে তার প্রতিষ্ঠিত শুভেচ্ছা ক্লাবের বন্ধুদের নিয়ে প্রীতি ফুটবলও খেলেছেন। প্রতিদিনই নড়াইলে ক্ষুদে ক্রিকেটারদের প্রাকটিস করিয়েছেন। এ ক্রিকেট তারকাকে শুভেচ্ছা ক্লাবের পক্ষ থেকে ২০১৭ সালে সেরা বাঙালি নির্বাচিত হওয়ায় সম্মানা প্রদান করা হয়।-পরিবর্তন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া