adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজি নেইমারকে বিশ্বের সেরা খেলোয়াড় বানিয়েই ছাড়বে

NAIMARস্পাের্টস ডেস্ক : কতো কাণ্ড করেই না প্যারিস সেন্ট জার্মেইতে নাম লিখিয়েছেন। এর সাথে শুধু টাকা জড়িত ছিল? শুধুই কি বিশ্ব ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার হওয়ার মোহ? নেইমারকে এই প্রশ্ন করলে জবাবে ভিন্ন কিছু মিলবে। ছেড়ে আসা ক্লাব বার্সেলোনায় লিওনেল মেসির ছায়া থেকে বের হওয়া তো মহা অসম্ভব ব্যাপার ছিল। তো এই ভালো। আর নতুন যে ক্লাবে এখন সেটিও তো কম যায় না। সেই ক্লাবেরই কোচ উনাই এমেরি এবার সাফ জানিয়ে দিলেন, পিএসজিতে খেলেই নেইমার 'বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়' হয়ে উঠতে পারেন।

ব্যালন ডি'অর। এখন আলাদা। কিন্তু এটাই তো বিশ্ব ফুটবলে প্রতি বছরের সেরা খেলোয়ার নির্ধারণের সবচেয়ে মর্যাদার প্রতিযোগিতা। ফিফা বর্ষসেরা বলা হতো যাকে। এখন ফিফার আলাদা পুরস্কার আছে। কিন্তু মেসি ৫ এবং রোনালদো ৪ বার এই ফিফা বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। নেইমারকে ভাবা হয় বিশ্বসেরা ফুটবলারের পরবর্তী দাবিদার। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তিনি। ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ডে এখন ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবে। এর মধ্যে অভিষেক ম্যাচে গোল করেছেন, জেতা ম্যাচের ৩ গোলের দুটিতে তার অ্যাসিস্ট। শুরুতেই মানিয়ে নিয়ে উন্মাদনা বাড়িয়েছেন।
এতো টাকা খরচ করে নেইমারের মধ্যে গ্রেটনেস দেখেই তো তাকে ছিনিয়ে আনা স্পেন থেকে। আর নেইমারের এখনকার কোচ এমেরি তার ব্রাজিলিয়ান খেলোয়াড়কে বিশ্বের সেরা খেলোয়াড় দেখছেন সামনে, 'নেইমার গ্রেট এক খেলোয়াড়। বিশ্বের অন্যতম সেরা। সে অন্যদের সাথে, ড্রেসিং রুমে, কাজে দারুণ। দেলর অন্য গ্রেটরাই নেইমারকে পেয়ে খুশি। এটাই আমরা চেয়েছি।'
পিএসজির মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের সেরা ক্লাব হতে চায়। তাই কতো চেষ্টা। নেইমারের উপস্থিতি শক্তি কয়েকগুন বাড়িয়েছে। নামে ও ভারে। আর এমেরির দলেরও চেষ্টা নেইমারকে সব অবস্থায় এমন সহায়তা দেওয়া যাতে সে বিশ্বের সবাইকে ছাড়িয়ে একমেবাদ্বিতীয়ম হয়ে উঠতে পারেন। উমেরির ভাষায়, 'নেইমারের সাথে আমরাও উন্নতি করতে চাই। আর তাকে সহায়তা করতে চাই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে। তার সাথে মিলে আমরা মহান এক দল হয়ে উঠবো।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া