adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে কঠিন জবাব দিবে রাশিয়া’

PUTINআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘তার দেশের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো নিশ্চিতভাবে তার কঠিন জবাব দেবে।’ খবর পারস টুডের।

রাশিয়ার ওপর দফায় দফায় মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার কারণে মস্কোর ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

গত মঙ্গলবার মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করার পর প্রেসিডেন্ট পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সলি নিনিস্তোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন।

পুতিন বলেন, ‘আমাদের দেশের প্রতি এ ধরনের ঔদ্ধত্য সীমাহীনভাবে সহ্য করা অসম্ভব।’  

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তার দেশের বিরুদ্ধে কোন পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তার ওপর ভিত্তি করে মস্কো এবার নিশ্চিতভাবে তার জবাব দেবে।’

তিনি আরো বলেন, ‘আমরা খুবই ধৈর্যের সঙ্গে আচরণ করেছি কিন্তু কখনো কখনো আমাদের জবাব দেয়ার প্রয়োজন রয়েছে। যখন জবাব দেয়া হবে তখন আমরা দেখব এটা কী ধরনের জবাব হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেন সংকট শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আমেরিকা। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া