adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রচলিত রোগ ছাড়া অন্য কোনো শারীরিক জটিলতা নেই, জানালেন চিকিৎসকরা

ডেস্ক রিপাের্ট : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার ৩ টা দাঁতে ইনফেকশন হয়েছে। তীব্র ব্যথা অনুভব করছেন তিনি, একসাথে ৩ টি দাঁতের ট্রিটমেন্ট সম্ভব নয়। তবে একটি দাঁত শনিবার ঠিক করে দেয়া হয়েছে। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ছাড়া তার আর কোনো শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জিলন মিয়া সরকার জানান, ক্ষয় হওয়া দাঁতের গোড়ায় খোঁচা লেগে ইনফেকশন হয়েছে। এখানে ব্যথা হওয়া স্বাভাবিক। তবে তাকে আজকে বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগে দেখানো হয়েছে। দাঁতের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবুও আমরা আশা করছি খুব দ্রুত খালেদা জিয়া এ কষ্ট থেকে মুক্তি পাবেন।

এদিকে দাঁতের চিকিৎসা শেষে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান জানান, ইনফেকশনের কারণে দাঁতের গোড়ার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সনের জিভেও ক্ষত হয়েছে বিএনপির এমন অভিযোগ পুরোপুরি ঠিক নয়।

তার একটি দাঁত ভাঙা ছিলো। সেখান থেকেই জিভে ঘষা লেগে এই ক্ষত তৈরি হয়েছে। তবে সেই ভাঙা দাঁত আমরা ঠিক করে দিয়েছে। সমান করে দিয়েছি। এখন আর জিভে ঘষা লেগে ক্ষত হওয়ার সম্ভাবনা নেই।

একই কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়য়া। তিনি বলেন, ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসায় নিযুক্ত করা হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড।

চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টায় তিনি এখন প্রায় সুস্থ। কিছু প্রচলিত জটিলতা আছে। কিন্তু সেটিও সারিয়ে তোলা সম্ভব। আমরা আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে বেগম খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে কড়া পাহারায় বের করে দন্ত বিভাগে নেয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার কেবিন ব্লকে ফিরিয়ে নেওয়া হয় ২টায়। পুরো সময়টা তিনি হুইল চেয়ারেই বসে ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া