adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কোচ হওয়ার স্বপ্ন দেখেছিলেন গিলেসপি

GILASPIস্পোর্টস ডেস্ক : ভারতের কোচ হওয়ার স্বপ্ন দেখেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেসপি। এই পদের জন্য আবেদন করার কথা ভেবেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার বর্তমানে পাপুয়া নিউ গিনির অন্তর্বর্তী কোচ। কাউন্টিতে দুবার ইয়র্কশায়ারকে চ্যাম্পিয়ন করেছেন কোচ গিলেসপি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ হিসেবে বিগ ব্যাশেও সুনাম কুড়িয়েছেন। সেকারণেই অস্ট্রেলিয়ার এ’ দলের কোচ নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সমস্যার জন্য অস্ট্রেলিয়ার এ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়ে গিয়েছে। তাই পাপুয়া নিউ গিনির অন্তর্বর্তী কোচের দায়িত্ব নিয়েছেন গিলেসপি। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গিলেসপি বলেছেন, ‘পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলাম। পরবর্তীতে ভেবে দেখলাম এই পদের জন্য এখনও প্রস্তুত নই আমি। ভারতের নতুন কোচ রবি শাস্ত্রীকে অভিনন্দন। ভবিষ্যতে হয়ত বিরাটদের কোচ হওয়ার জন্য আবেদন করব।’ শ্রীলঙ্কার কোচ হওয়ার সুযোগ অবশ্য এসেছিল গিলেসপির সামনে। গ্রাহাম ফোর্ডকে ছেঁটে ফেলার পর গিলেসপিকে কোচ করতে চেয়েছিল শ্রীলঙ্কা। গিলেসপি বললেন, ‘শ্রীলঙ্কা দেশটা খুব ভাল। ক্রিকেটার হিসেবে ওই দেশে খেলতে গেছি। কিন্তু একটা কথা না বলে পারছি না শ্রীলঙ্কা বোর্ড খুব দ্রুত কোচ বদল করে। সেকারণেই আগ্রহ দেখাইনি। -ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া