adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারোলিনা এখন টেনিস বিশ্বের এক নম্বর

KAROLINস্পোর্টস ডেস্ক : চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাই এখন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা৷ জার্মানির অ্যাঞ্জেলিক কার্বারকে হারিয়ে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে একে উঠে আসলেন প্লিসকোভা৷ ২৩ তম খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন বছর পঁচিশের প্লিসকোভা৷
প্লিসকোভার এক নম্বর হওয়ার পিছনে অবদান রাখলেন সিমোনা হালেপ৷ হালেপ যদি কোয়ার্টার ফাইনালে জোহানা কোনটার কাছে না-হারতেন, তাহলে তিনিই হয়ে যেতেন এক নম্বর৷ কিন্তু রোমানিয়ান হালেপ হারতেই প্লিসকোভা মগডালে উঠে গেলেন৷ একেই বলে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস!
প্লিসকোভা উইম্বলডনে তিন নম্বর বাছাই ছিলেন৷ কিন্তু দ্বিতীয় রাউন্ডে মাগডালেনা রাইবারিকোভার কাছে হেরে যান তিনি৷ এবছর ধারাবাহিক ভাল পারফরম্যান্সের সুবাদেই এক নম্বর জায়গাটা পেলেন প্লিসকোভা৷ ফরাসি ওপেনের শেষ চারেও উঠেছিলেন তিনি৷ প্লিসকোভা এখনও পর্যন্ত কোনও গ্র্যান্ড সø্যাম জেতেননি৷ ১৯৭৫-এ র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এই প্রথম কোনও চেক খেলোয়াড় হিসেবে এক নম্বরে এলেন প্লিসকোভা৷ নিজের সাফল্যে উচ্ছ্বসিত প্লিসকোভা ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করলেন৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া