adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুল বললেন- সরকার বিএনপিকে ধর্মেকর্মে বাধা দিচ্ছে

bnpনিজস্ব প্রতিবেদক : সরকার বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার পাশাপাশি এখন বিএনপিকে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দিতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী পুরানা পল্টনে অবস্থিত ফার্স হোটেল জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সারা বাংলাদেশের অনেক জায়গায় বিরোধী দলের নেতাকর্মীরা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতে পারছে না। 
গতকাল (বৃহস্পতিবার) ভোলাতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ সাহেবের এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে মাইক ব্যবহার করতে দেওয়া হয়নি এবং ইফতারের পর উপজেলা সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গত পরশু খুলনার একটি থানায় ইফতারের পরে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া আগামী ১২ তারিখে ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলাম বসুন্ধরা কনভেনশন সিটিতে একটি ইফতার মাহফিলের আয়োজন করতে চেয়েছিল, সেই ইফতারের আয়োজনকে পুলিশ বন্ধ করে দিয়েছে।’
ফখরুল বলেন, ‘এভাবে সারাদেশে ইফতারের ক্ষেত্রে, ধর্মীয় অনুষ্ঠানে সরকার বাধা দিচ্ছে। শুধু বাধা দিচ্ছে না, এর সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করছে। এ থেকেই সরকারের চরিত্র আরও বেশি পরিষ্কার হচ্ছে। সরকার মাঝে মাঝে যে ধর্মীয় স্বাধীনতার কথা বলে, ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত না করার কথা বলে সেটা যে শুধুই প্রতারণা এই ঘটনাগুলো থেকে পরিষ্কার হয়ে যায়। এরা একদিকে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিচ্ছে, আমাদের কোনো কর্মসূচি পালন করতে দেয় না, বাধা দেয়, এখন তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দিতে শুরু করেছে। এ 
সরকারের আমলে হিন্দুদের মন্দির, বৌদ্ধদের উপাসনালয় ভেঙে ফেলা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষষ্ঠীর ওপর অত্যাচার, নির্যাতন করা হয়েছে। 
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে তার বাড়ি থেকে উচ্ছেদ আইন মেনে করা হয়নি দাবি করে তিনি বলেন, ‘মওদুদ সাহেবকে বাড়ি থেকে উচ্ছেদের সময় কোননো প্রকারের আইন মানা হয়নি।

 সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। একইভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল।’ 
নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ একবেলা না খেয়ে থাকছে। মোটা চাল কিনতে হচ্ছে ৫০-৬০ টাকায়। দেশের অর্থনীতিতে মাইক্রো ম্যানেজমেন্ট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্যাংকগুলোর ওপর সরকারের আর কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যাংকের টাকা লুটপাট করে খাচ্ছে।’
জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নুর হোসাইন কামেমীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, মোস্তাফা জামাল হায়দার, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া