adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই পাকিস্তানি ভক্তের গলায় ভারতের গান

PAKISTANIস্পোর্টস ডেস্ক : ৪ জুন, এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই বৈরি প্রতিবেশী ভারত-পাকিস্তান। এজবাস্টনের সেই ম্যাচে জিতবে কে? পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক, অধিনায়ক সরফরাজ আহমেদ, দুজনেই দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন এজবাস্টনের ওই হাই-ভোল্টেজ ম্যাচে জিতবে পাকিস্তানই। কিন্তু পাকিস্তানের সেই ডাই-হার্ড সমর্থক মোহাম্মদ বশির ইনজামাম-সরফরাজের দলে নেই! পাকিস্তানি এই অন্ধভক্ত বরং বললেন পাকিস্তানি সমর্থকদের গায়ে জ্বালা ধরানো কথাই। আমেরিকা প্রবাসী বশিরের মতে, এজবাস্টনের এবারের ভারত-পাকিস্তান দ্বৈরথে পাকিস্তান পাত্তাই পাবে না। অনায়াসেই জিতে যাবে বিরাট কোহলির ভারত। পাকিস্তান ম্যাচ হেরে যাবে বলেই কিনা, এজবাস্টনে সেদিন খেলা দেখতেই যাবেন না পাকিস্তান-ভক্ত বশির!

এক সময় পাকিস্তানি সমর্থকদের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছিলেন জলিল চাচা। শারজার মাঠে খেলা হলেই গ্যালারিতে পাকিস্তানের পতাকা হাতে দেখা যেতে সেই দাড়িওয়ালা সেই জলিল চাচাকে। ২০১১ সাল থেকে জলিল চাচার সেই স্থানটিই যেন নিজের দখলে নিয়েছেন মোহাম্মদ বশির। জলিল চাচার মতো বশির সাহেবও দাড়িওয়ালা। চাচা উপাধিটা পেয়ে গেছেন তিনিও। তবে যুক্তরাষ্ট্রের শিকাগোতে থাকেন বলে ক্রিকেট মাঠে তার পরিচয় হয়ে গেছে ‘চাচা শিকাগো’। গত ৬ বছরে যেখানেই ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে, সেখানেই ছুটে গেছেন এই ‘চাচা শিকাগো’। সশরীরে খেলা দেখেছেন মাঠে বসে। এবং প্রিয় দলকে জুগিয়েছেন সমর্থন।

কিন্তু এবার তিনি মাঠে যাচ্ছেন না। কারণ, তিনি ধরেই নিয়েছেন ৪ জুনের ম্যাচে পাকিস্তান পারবে না। ‘ভারত-পাকিস্তান ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। কারণ, পাকিস্তানের চেয়ে দল হিসেবে ভারত এখন অনেক এগিয়ে।’- ভারতের মিডিয়া পিটিআইকে বলেছেন ‘চাচা শিকাগো’ খ্যাতি পেয়ে যাওয়া মোহাম্মদ বশির। ভারত দলের মতো পাকিস্তান দলে তারকা খেলোয়াড় নেই বলেও দাবি করেছেন বশির, ‘ভারত দলে ধোনি, কোহলি, যুবরাজের মতো তারকা খেলোয়াড় থাকলেও পাকিস্তান দলে তা নেই।’

শুধু তারকা খেলোয়াড় না থাকার আফসোসই নয়, বশির জানিয়েছেন পাকিস্তানের বর্তমান দলের সব খেলোয়াড়কে চেনেনই না তিনি, ‘জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসরা যখন খেলত, তখন কি দুর্র্ধষ দলই না ছিল পাকিস্তান। এখন আমি পাকিস্তান দলের অধিকাংশ খেলোয়াড়ের নামই জানি না। ভারত সহজেই জিতে যাবে ম্যাচটি।’
ও হ্যাঁ, ৬৪ বছর বয়সী পাকিস্তানি এই ভক্ত একটা অবাক করা কথাও শুনিয়েছেন। পাকিস্তানের পাশাপাশি তিনি নাকি এখন ভারত দলকেও ভালোবাসেন! তার সেই ভালোবাসা নাকি পাকিস্তানের চেয়েও ভারতের প্রতিই বেশি, ‘আমি এখনো পাকিস্তান দলকে ভালোবাসি। তবে ভারতকে আরও বেশি ভালোবাসি। ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া