adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেট্রোল, ডিজেল ও গ্যাসের দামের রেকর্ড মূল্য বৃদ্ধি পাকিস্তানে

ডেস্ক রিপাের্ট : পাকিস্তানে আবারও পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়াল শাহবাজ শরীফ সরকার। মিনি বাজেট পাস করার পর এ দাম বাড়ানো হলো।

এক লিটার পেট্রোলের দাম ২২ রুপি ২০ পয়সা বাড়িয়ে ২৭২ রুপি করা হয়েছে। ডিজেলের দাম ১৭ রুপি ২০ পয়সা বেড়ে হয়েছে ২৮০ রুপি। কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ৭৩ পয়সা।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ডলারের তুলনায় রুপির দাম কমে যাওয়ায় এই দাম বাড়াতে হলো।

কিন্তু আইএমএফের কাছ থেকে ঋণ নিতে চাইছে পাকিস্তান। তাদের শর্তই হলো, জ্বালানির দাম বাড়াতে হবে।

শুধু পেট্রোল-ডিজেল-কেরোসিনই নয়, গ্যাসের দামও বাড়ানো হয়েছে। দেশটির জিও টিভি জানায়, বৃহস্পতিবার সরকার জানিয়েছে, রান্নার গ্যাস ও শিল্পে ব্যবহৃত গ্যাসের মাশুল ১১২ শতাংশ বাড়ানো হলো।

পাকিস্তানের সংবাদপত্র ডন জানায়, এমনিতেই সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সম্প্রতি বেড়েছে এবং সরকারের সিদ্ধান্তের ফলে তা আরও বাড়বে। তার ওপর বাণিজ্যিক ব্যাংকগুলো এখনও ভোজ্যতেল আমদানি করার জন্য লেটার অব ক্রেডিট (এলসি) দিচ্ছে না। এলসি পেলে তেল আনতে ৪৫ থেকে ৬০ দিন লাগে। ফলে রমজানের সময় ঘি ও ভোজ্যতেলের চাহিদা মেটানো সম্ভব না-ও হতে পারে।

বুধবার মিনি বাজেটে ভোজ্যতেল, বিস্কুট, জ্যাম, জেলি, চকোলেট, প্রসাধনী, কফি, ক্রিম, শ্যাম্পু, নুডলস, খেলনা, হেয়ার জেল, হেয়ার রিমুভিং ক্রিম, শেভিং জেল, ক্রিম, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রনিক জিনিসসহ একগুচ্ছ জিনিসের ওপর জিএসটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে এসব জিনিসের দাম বাড়বে।

তার ওপর পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়ানোয় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া