adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিএসপি শর্ত পূরণের প্রতিবেদন যুক্তরাষ্ট্রে

তোফায়েল আহমেদনিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা বা জিএসপি ফিরে পেতে আরোপিত শর্ত পূরণে অগ্রগতির প্রতিবেদন দেশটির বাণিজ্য দপ্তর ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) এ পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয় এ প্রতিবেদন পাঠায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, জিএসপির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র প্রায় সব দেশের জিএসপি সুবিধা বাতিল করে দেয়। এখন নতুন করে যদি আবার জিএসপি সুবিধা দেয় তাহলে বাংলাদেশও পাবে, যদি এর মধ্যে রাজনীতি ঢুকে না পড়ে।
প্রতিবেদনে কারখানার জন্য ৬৭ জন পরিদর্শক নিয়োগ ছাড়াও কারখানায় শ্রমিকদের স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন বাজারে জিএসপি সুবিধা থাকলেও বেশকিছু কারণে গত বছরের ২৭ জুন তা স্থগিত করে। পরবর্তীতে দেশটির ইউএসটিআর জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে ১৬টি শর্ত দেয়। সে সময় একটি অ্যাকশন প্ল্যান দেওয়া হয়েছিল।
বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি পূরণে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। তবে কিছু কিছু শর্ত পুরোপুরি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। কিন্তু এগুলো চলমান প্রক্রিয়া। তোফায়েল বলেন, ২০০ জন পরিদর্শকের মধ্যে ইতোমধ্যে ৬৭ জন নিয়োগ দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে বাকিগুলো নিয়োগ দেওয়া হবে। 
ইপিজেডে শ্রম আইন সংশোধনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে, শ্রমিকদের ডাটাবেজের কাজও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। শ্রমিক নেতা আমিনুল হত্যা মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটির চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়েছে। এটি এখন আইনের নিজস্ব গতিতে চলবে। প্রতিবেদনে ইপিজেডে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কারাখানার ভবন সম্পর্কিত নিরাপত্তা এবং ফায়ার সেফটি নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 
তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের জন্য আগামীতে যেসব নতুন ভবন নির্মাণ হবে সেগুলো শতভাগ বিল্ডিং কোড মেনে তৈরি করা হবে। আর বিদ্যমান যেসব কারখানা ভবনে ত্রুটি আছে সেগুলো সংস্কার ও অংশীদারিত্বের ভিত্তিতে ভবনগুলোর েেত্রও প্রয়োজনীয় পদপে নেওয়া হবে। ফায়ার সেফটির উপকরণসমূহ আমদানির েেত্র শুল্কমুক্ত বা শুল্কহার হ্রাসের সুবিধা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া