adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমকে আনোয়ারের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই

pic mk_112487ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এসব মামলায় তাঁকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এতে করে তাঁর মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন।

এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন ও জহিরুল ইসলাম সুমন।

জহিরুল ইসলাম সুমন বলেন, ‘সব মামলায় জামিন হওয়ায় এম কে আনোয়ারের মুক্তিতে আর কোনো বাধা নেই।’

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বের ও ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানায় নাশকতার দুটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় জামিন আবেদন করলে হাইকোর্ট শুনানি শেষে ছয় মাসের জামিন দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া