adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিন ইউনিটে উৎপাদন বন্ধ

ASUডেস্ক রিপাের্ট : গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিকট শব্দে ওই তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে ৫’শ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ হ্রাস পেয়েছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে প্রচণ্ড বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এসময় হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়। এতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করে বন্ধ হওয়া ইউনিটগুলো চালু করার চেষ্ট করছেন। রাতের যেকোন সময়ের মধ্যেই তিনটি ইউনিটে উৎপাদন শুরু হবে বলেও জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া