adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাদের বললনে – এবারও ১/১১’র কুশীলব ও বিএনপির কোনো ষড়যন্ত্রই কাজ হবে না

নিজস্ব প্রতিবেদক : ওয়ান ইলেভেনের কুশীলবসহ বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে ঘিরে তারা ষড়যন্ত্র করছে। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না।

মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, সাংবিধানিক ধারাকে রক্ষা করতে হলে নির্বাচন করতে হবে। সে নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- সেটা তাদের ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছুই বলার নেই।

ওয়ান ইলেভেনের কুশীলবরা এবারও সক্রিয় রয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগ কী ভাবছে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সম্পাদক বলেন, ‘আছে, কথা তো থাকতেই পারে, থাইল্যান্ডের বৈঠক। আরও অনেক জায়গায় তারা (বিএনপি) ঘুরে বেড়াচ্ছে। ঢাকাতেও এখানে-ওখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’

গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এটা কি আওয়ামী লীগের দোষ? শেখ হাসিনার দোষ? তারা নিজেরা সবকিছু উপেক্ষা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। তারা সরে গেল, আমরা তো দেশের সাংবিধানিক ধারাকে জলাঞ্জলি দিতে পারি না! এটাই হচ্ছে বাস্তবতা।’

তিনি বলেন, ‘দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই বলেই বিদেশ গিয়ে, কূটনীতিকদের কাছে নালিশ করছে।’

বিএনপি নির্বাচনে না এলে সরকার কী করবে? এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে কি সরকার নির্বাচনে ডেকে আনে? তারা নিজেদের গণতান্ত্রিক দল দাবি করে আর নির্বাচনে আসে না- এটা তাহলে কী? বিএনপি নির্বাচনে আসবে কিনা- সেটা তাদের ব্যাপার। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এটা সুযোগ নয়।’

খালেদা জিয়ার সিএমএইচে ভর্তির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তারা নির্বাচনে সেনাবাহিনী চায়। কিন্তু সেনাবাহিনীর হাসপাতালে তাদের অনীহা। সিএমএইচের চেয়ে ভালো হাসপাতাল আছে বলে আমার জানা নেই।’

এর আগে যৌথ সভায় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধাররণ সম্পাদক দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক,আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষি সম্পাদক ফরিদুর নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সম্পাদকমণ্ডলীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও দলের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া