adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস চলাচল বন্ধ বরিশালের দুই রুটে

BUSডেস্ক রিপাের্ট : স্ট্যান্ডের ভাড়া বাড়ানো নিয়ে দ্বন্দ্বে বরিশালের হিজলায় বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বাস চলাচলে বাধা দেয়ায় বন্ধ রয়েছে বরিশাল-বানারীপাড়া রুটের বাস চলাচল।

১৭ এপ্রিল সোমবার দুপুর থেকে মীরগঞ্জ টু হিজলা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

বাস শ্রমিকরা জানান, হিজলায় স্ট্যান্ড ফি বাবদ ছাত্রলীগ নেতারা সোমবার দুপুর থেকে বাড়িয়ে ২৫ টাকা দাবি করে। কিন্তু বাস কর্তৃপক্ষ ২০ টাকা পর্যন্ত দিতে রাজি হয়। কিন্তু ছাত্রলীগের নেতারা ২৫ টাকার কমে গাড়ি চলাচল করতে দেবেন না। শ্রমিক নেতাদের দাবি অন্যান্য রুটে স্ট্যান্ড ফি পাঁচ থেকে সর্বোচ্চ ১০ টাকা। আর হিজলায় ২০টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছে তারা। তাই বাধ্য হয়েই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

মীরগঞ্জ বাস কাউন্টারের কেরানী আমির জানান, ইজারাদাররা স্ট্যান্ড ফি অতিরিক্ত দাবি করায় বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান, বিষয়টি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় আজও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন জানিয়েছেন, ইজারামূল্য বেড়ে যাওয়ায় স্ট্যান্ড ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, মালিক সমিতির সঙ্গে ইজারাদারদের পাঁচ টাকা কমবেশি নিয়ে বিরোধ ছিল। আজ সকাল থেকে বাস চলাচল করার কথা রয়েছে। বিষয়টি জেনে আমি আপনাদের জানাবো।

অপরদিকে বাস চলাচলে বাধা দেওয়ায় তিনদিন যাবৎ বন্ধ রয়েছে বরিশাল-বানারীপাড়া রুটের গেটলক সার্ভিসও।

বাস মালিক সমিতির এক সদস্য জানিয়েছেন, বানারীপাড়ায় বরিশাল থেকে যে গেটলক সার্ভিস চলাচল করত তা আগে বানারীপাড়া বাজারে গিয়ে থামত। তবে কয়েকজন আওয়ামী লীগ নেতা এতে বাধা দেওয়ায় বরিশাল-বানারীপাড়া রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এতে করে যাত্রীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া