adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সার্চ কমিটির নাম শুনেই উত্তাপ বিএনপির ঘরে

image-17872-1485342914নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদ চিঠি দেয়ার পর প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিতে কারা নিয়োগ পাচ্ছেন সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তবে গণমাধ্যমে বেশ কিছু নাম প্রকাশ হয়েছে এরই মধ্যে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব নাম দেখে সার্চ কমিটি নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

২৫ জানুয়ারি বুধবার বিকালে রাজধানীতে এক আলোচনায় এই কথা জানান বিএনপি মহাসচিব। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল গঠনের স্মরণে এই আলোচনার আয়োজন করে বিএনপি-জামায়াতের নেতৃত্বে ২০ দলের শরিক লেবার পার্টি।

আগামী মাসের শুরুতেই শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। তার আগেই কমিশনে নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি। গত ১৮ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তিনি মোট ৩১টি দলের সঙ্গে কথা বলেছেন, তাদের পরামর্শ নিয়েছেন।

গত কয়েকদিন ধরেই বিএনপি বলে আসছিল, সার্চ কমিটিতে নিরপেক্ষ লোক না এলে তারা মানবেন না। রাষ্ট্রপতি এই কমিটি গঠনে চিঠি দেয়ার দিন ফখরুল বলেন, ‘আমরা এখন পর্যন্ত পত্রপত্রিকা আর অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সার্চ কমিটিতে কারা কারা আছেন। যেসব নাম দেখছি, তাতে এটা আওয়ামী লীগের পছন্দের সার্চ কমিটি। এতে আমরা হতাশই নই, ক্ষুব্ধ হয়েছি।’

ফখরুল বলেন,‘রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। বিএনপির আশা করেছিল, তার কাছে নিরপেক্ষ সিদ্ধান্ত পাবে। সংকট নিরসনে একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এখনই বোঝা যাচ্ছে বাছাই কমিটি কি ধরনের ইসি গঠন করবে। এই কমিটির মাধ্যমে আবারও অন্ধকার গহ্বরের দিকে দেশকে ঠেলে দেওয়া হলো।’ তিনি বলেন,‘আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠন বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাবের পর রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নেয়ায় সারা দেশের মানুষ আশার আলো দেখছিল। সবাই ভেবেছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিটি গঠন হবে এবং মানুষ তাদের ভোট গ্রয়োগ করতে পারবে। সেই আশা হতাশায় পরিণত হয়েছে। এবং চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সার্চ কমিটিতে নিয়োগ পেতে যাচ্ছেন মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

মির্জা ফখরুল বলেন,‘পিএসপির চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্যকে নিয়োগ দিয়েছে সরকার। সহ-উপাচার্য মহোদয় আবার একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশ চলছে। বঙ্গবন্ধু কন্যা তাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি পালন করবেন।’ ফখরুল বলেন, ‘বোঝেন কী নিরপেক্ষ সার্চ কমিটি হয়েছে।’

ক্ষমতায় গেলে আওয়ামী লীগ অতীত ভুলে যায় এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা কথা বলার সময় ৭৫ পরবর্তী অবস্থার কথা বলে। আগের কোনো কথা বলতে চায় না। তারা কেন বাকশাল কায়েম করেছিলো, গণতন্ত্র ধ্বংস করেছিলো তারা তা বলে না।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া