adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফেসবুক বন্ধের প্রশ্নই আসে না’

TARANAনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কোনো নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেছেন, ‘ফেসবুক বন্ধের প্রশ্নই আসে না। কোনো সময়ের জন্য এটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি। বরং ফেসবুক বন্ধ রাখা সম্ভব নয় বলে মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে।’

৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফেসবুক বন্ধের খবরে মর্মাহত, এ কথা জানিয়ে তারানা হালিম বলেন, ‘এই খবর দুঃখজনক। প্রকাশিত খবরটি সম্পূর্ণ কাল্পনিক। ইস্যুটি খুবই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। তাই  এ ব্যাপারে যেকোনো সময়ে আপনারা (সাংবাদিকরা) আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সবার সঙ্গে কথা বলি। এমনকি কেউ এসএমএস করলে তার জবাবও আমি দেই।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফেসবুক বন্ধের বিষয়ে মতামত চাওয়া হয়, জানিয়ে তারানা হালিম বলেন, ‘আমাদের কাছে মতামত চেয়ে চিঠি দেওয়া হয়, এটি আসলে তাদের রুটিন ওয়ার্ক। তারা মতামত চেয়েছেন। আমরা সঙ্গে সঙ্গেই মৌখিকভাবে কেবিনেট বিভাগকে জানিয়েছি, এটি সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রিপরিষদের প্রথম চিঠিটি আমার কাছে আসেনি। সচিব পর্যায়ে ছিল। দ্বিতীয় চিঠি আসে দুই দিন আগে। আমরা মন্ত্রণালয় থেকে আমাদের মতামত বিটিআরসিকে জানিয়ে দেই। তাদের কাছ থেকেও মতামত নিয়ে আজই তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি।’

মন্ত্রিপরিষদ বিভাগকে কী জানানো হয়েছে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জানিয়েছি, রাতে ৬ ঘণ্টার জন্য ফেসবুক বন্ধ রাখা সম্ভব না। কারণ, ফেসবুক শুধু শিক্ষার্থীরা ব্যবহার করেন না, এটা বয়স্করাও ব্যবহার করেন। আর ই-কমার্স ফেসবুকের মাধ্যমেই করা হয়। তাছাড়া আমাদের দেশে যখন রাত অন্য দেশে তখন দিন। কাজেই ফেসবুক বন্ধ করা কোনোভাবেই উচিত হবে না। বরং আমরা সন্তানদের ব্যাপারে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি। তারা যেন ইন্টারনেট, যোগাযোগ মাধ্যমের অপব্যবহার না করে- চিঠিতে এমন পরামর্শ দেওয়া হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল সরকার। কাজেই ডিজিটাল দেশ গড়তে বাধা সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।’

দেশে আড়াই কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, জানিয়ে তারানা হালিম বলেন, ‘ফেসবুক বন্ধ নয়, বরং ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি ফিচার ব্যবহার করাসহ সচেতনতা বাড়াতে সরকার উদ্যোগী হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদারসহ সংশ্লিষ্টরা।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া