adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, হামলাকারী নিহত

KHILGAONনিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় র‌্যাব কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টার মাথায় খিলগাঁওয়ে র‌্যাবের একটি চেকপোস্টে আবার বোমা হামলার চেষ্টা চালিয়েছে সন্দেহভাজন এক জঙ্গি। এসময় র‌্যাবের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। এঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) ভোররাতে খিলগাঁওয়ে র‌্যাব-৩ এর একটি চেকপোস্টে হামলার চেষ্টা চালায়।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর পৌনে পাঁচটার দিকে চেকপোস্টের দিকে এগিয়ে আসে এক মোটরসাইকেল আরোহী। এ সময় র‍্যাব সদস্যরা তাকে থামতে বলেন। তিনি না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন। এসময় র‍্যাব সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে হামলাকারী নিহত হয় এবং র‌্যাবের দুই সদস্য আহত হন।

ঘটনাস্থলটি র‍্যাব ঘিরে রেখেছে। র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশী চালাচ্ছেন। লাশ এবং মোটরসাইকেল ঘটনাস্থলেই রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে রাজধানীর আশকোনায় নির্মাণাধীন র‌্যাব সদর দফতরে এক যুবক দেয়াল টপকিয়ে প্রবেশ করতে গেলে গোসলরত কয়েকজন র‌্যাব সদস্য তাকে চ্যালেঞ্জ করে। এসময় ওই ব্যক্তি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারী নিহত হয়। বোমার আঘাতে হামলাকারীর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া