adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সার প্রতিপক্ষ জুভেন্টাস, রিয়াল খেলবে বায়ার্নের সঙ্গে

BARSAস্পাের্টস ডেস্ক : শেষ ষোলর লড়াই শেষ হয়েছে কদিন আগে। ফুটবল প্রেমীদের চোখ ছিল কোয়ার্টার ফাইনালের লাইন আপের দিকে। বার্সেলোনার প্রতিপক্ষ কে? রিয়াল মাদিদের বিপক্ষেই বা কারা মাঠে নামবে? এই প্রশ্নের উত্তর মিললো শুক্রবার। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আটের ড্র হয়ে গেল এদিন।

এই ড্রয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকরা হয়তো একটু হতাশই হবেন। কারণ সেমিফা্ইনালে ওঠার লড়াইয়ে তাদের মোকাবেলা করতে হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। বায়ার্নের ক্ষুরধার ফুটবলের কথা তো সবার জানা।

রিযালের মতো অতটা না হলেও মোটামুটি শক্ত প্রতিপক্ষ পেয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। মেসিদের সামনে ইতালির এক সময়ের তুখোড় দল জুভেন্টাস।

কোয়ার্টার ফাইনালের অন্য চারটি ম্যাচ নিশ্চয়ই মনোযোগ কাড়বে না ফুটবলপ্রেমীদের। কারণ আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে লিস্টার সিটি।অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ মোনাকো।

আগামী মাসের ১২ ও ১২ তারিখ হবে প্রথম লেগের ম্যাচগুলো। আরে দ্বিতীয় লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ:

বার্সেলোনা-জুভেন্টাস

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ

বরুশিয়া ডর্টমুন্ড-মোনাকো

অ্যাতলেতিকো মাদ্রিদ-লিস্টার সিটি
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া