adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেউ আক্রমণ করলে প্রতিহত করার প্রস্তুতি রয়েছে : প্রধানমন্ত্রী

image-23815ডেস্ক রিপাের্ট : বাংলাদেশ কখনও আক্রমণাত্মক ভূমিকা নেবে না, জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ বাংলাদেশে আক্রমণ করতে এলে তার সমুচিত জবাব দেয়া হবে। তিনি বলেন, বহিঃশত্রুর আক্রমণের সমুচিত জবাব দিতে বাংলাদেশ সব সময় প্রস্তুত আছে। প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানো হবে।

১২ মার্চ রোববার চট্টগ্রামে নৌ ঘাঁটি ঈশা খাঁয় পৌছে বাংলাদেশের প্রথম দুটি সাবমেরিনের কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী। এই আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে জনগণের উন্নয়ন করতে চাই।  তবে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের যা যা প্রয়োজন, আমরা সংগ্রহ করব।’

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামরিক বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নেয়। গ্রহণ করার হয় ফোর্সেস গোল ২০২১। নৌবাহিনীকে ‘ত্রিমাত্রিক বাহিনীতে’ রূপান্তরের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাবমেরিন অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এই অঙ্গীকার পূরণ হল। তিনি বলেন, ‘আমাদের সকলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন-ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের অংশ হিসেবে দুটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত’।

বিশ্বের অল্প কিছু দেশের কাছে সাবমেরিনেআছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই তালিকায় আজ থেকে বাংলাদেশের নাম স্থান পেয়েছে। জাতি হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত সম্মান ও মর্যাদার বিষয়।’

গত ২২ ডিসেম্বর সাবমেরিন দুটি চট্টগ্রাম বন্দরে আসে চীন থেকে। এগুলো দৈর্ঘ্যে ৭৬ মিটার, প্রস্থে ৭.৬ মিটার। টর্পেডো ও মাইনে সজ্জিত জাহাজ দুটি ঘণ্টায় ১৭ নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে। এগুলো দুটি টর্পেডো ও মাইন দ্বারা সু-সজ্জিত যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করতে সক্ষম।

সাবমেরিন ক্রুদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, এটি একটি ‘বিরল সৌভাগ্য ও সম্মানের’ বিষয়। তিনি বলেন, ‘সাবমেরিন পরিচালনার ঝুঁকি আছে। তেমনি অত্যন্ত গর্বেরও বটে। আপনাদের প্রশিক্ষণ ও উদ্যোগে কাজে লাগিয়ে যখন কাজ করবেন তখন এই কঠিন কাজটিও আপনাদের জন্য সহজ হয়ে যাবে।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে নৌসেনাদের অকুতভয় বীরত্ব নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বন্দর অচল করে পাকিস্তানি বাহিনীর সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিতে চালানো অপারেশন জ্যাকপটের কথাও স্মরণ করেন তিনি। বলেন, ‘অপারেশন জ্যাকপট পরিচালনার কেন্দ্রে ছিলেন দেশপ্রেমী এবং অকুতোভয় একদল প্রশিক্ষিত সাবমেরিনার।’

কমিশনিং করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবমেরিন দুটির পূর্ণাঙ্গ ঘাঁটি ‘বিএনএস শেখ হাসিনার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এ ঘাটিতে সাবমেরিন দুটি পাবে বেইজ সাপোর্ট।

সাবমেরিন দুটি এই ঘাঁটি থেকে শত্রু জাহাজ ও সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণসহ যুদ্ধকালীন দায়িত্ব পালনে সক্ষম হবে বলে জানান নবযাত্রার অধিনায়ক কে এম মামুনুর রশিদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া