adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নানকের স্ত্রী ও মেয়ের প্রতিষ্ঠানের কাছে বকেয়া ১০০ কোটি টাকা

মিথুন কামাল : ৮টি সভায় সিদ্ধান্ত নিয়েও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী ও মেয়ের প্রতিষ্ঠান রাতুল টেলিকমের কাছ থেকে পাওনা ১০০ কোটি টাকা আদায় করতে পারেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অন্যদিকে একই অপরাধে অপর ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে টেলেক্স লিমিটেড, ভিশন টেল, বেসটেক টেলিকম ও কি টেলিকমিউনেশন। সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায়ও রাতুল টেলিকমকে শুধুমাত্র ‘পত্র প্রেরণের’ সিদ্ধান্ত হয়েছে। 
উল্লেখ্য, রাতুল টেলিকম নামের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠানটির মালিক নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও কন্যা সৈয়দা আমরিন আখি। বিটিআরসির কমিশনার মো. আব্দুস সামাদ সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের ওই সভায় জানান, বার বার তাগিদ দেওয়ার পরও পাওনা টাকা পরিশোধ না করায় রাতুল টেলিকমকে গত বছর ৮ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ২৪ নভেম্বর কমিশনের ১৬০তম সভায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের জন্য সরকারের পূর্বানুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে টেলিযোগাযোগমন্ত্রী রাতুল টেলিকমের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখতে বলে এবং ২৫ নভেম্বর কমিশনের ১৬১তম সভায় তা অনুমোদন করা হয়। 
এরপর কয়েক দফা পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার ভঙ্গ করার পর চলতি বছর ২ জানুয়ারি কমিশনের ১৬৩তম সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই সভায় পাওনা পরিশোধের জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু রাতুল টেলিকম কোনো টাকা পরিশোধ করেনি। ১২ ফেব্র“য়ারি কমিশনের ১৬৫তম সভায় আবারও পাওনা পরিশোধের জন্য সময় বর্ধিত করা হয়। ১২ মার্চ কমিশনের ১৬৬তম সভায় কমিশনের আগের সিদ্ধান্ত লাইসেন্স বাতিলের বিষয়ে মন্ত্রনালয়ে অনুমোদন এবং মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে ৫ মার্চ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও সময় বাড়ানোর আবেদন করা হয়। ওই আবেদনের পর টেলিযোগাযোগমন্ত্রী সময় বাড়ানোর নির্দেশ দেন। পরে ২১এপ্রিল কমিশনের ১৬৭তম সভায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ¯’গিত রেখে আবারও ৩০ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপরও প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা পরিশোধ করা হয়নি। 
চলতি বছর ১ জুন পাওনা পরিশোধের জন্য আবারো সময় বাড়ানোর আবেদন করে প্রতিষ্ঠানটি। ওই আবেদনের প্রেক্ষিতে ২৩ জুন কমিশন ১৬৯তম সভায় শেষবারের মত সময় দিয়ে ৩০ জুলাইয়ের মধ্যে পাওনা টাকা পরিশোধ করতে বলা হয়। এরপরও রাতুল টেলিকম সরকারের পাওনা পরিশোধ করেনি। সর্বশেষ কমিশনের ১৭০তম সভায় ইতোপূর্বে গৃহীত সকল প্রকার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটিতে পত্র মারফত জানানোর সিদ্ধান্ত হয়। এছাড়া পাওনা পরিশোধ না করার বিষয়টি মন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত নেয় বিটিআরসি।
উল্লেখ্য, রাতুল টেলিকমের কাছে বিটিআরসির পাওনা ১৫ শতাংশ বিলম্ব ফিসহ মোট রেভিনিউ শেয়ারিং ৯৬ কোটি ৭৯ লাখ। 
অন্যদিকে টেলেক্স লিমিটেড এর কাছে বকেয়া রয়েছে ৯২ কোটি ৫ লাখ, ভিশন টেলের কাছে ১৮১ কোটি ৫ লাখ টাকা, বেসটেক টেলিকমের কাছে ১২২ কোটি ৫ লাখ ও কি টেলিকমিউনেশন কাছে ৮৪ কোটি ২৭ লাখ টাকা। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া