adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধার সাঁওতাল পল্লিতে আগুন : পুলিশের সংশ্লিষ্টতায় বিব্রত ঊর্ধ্বতনরা

POLICEনিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে আগুন দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যের সংশ্লিষ্টতায় বিব্রত বোধ করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওই দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে কেন এ কাজ করেছেন, তাদের উদ্দেশ্য কী ছিল, কেউ তাদের মদদ দিয়েছে কি না- এসব প্রশ্ন উঠছে খোদ পুলিশের ভেতরই। অবশ্য দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

৯মার্চ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘কেউ যদি এ রকম অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে দেশে প্রচলিত আইনে তার বিচার হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়েছে। আদালতের আদেশের পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা কী কারণে আগুন দিয়েছে, তা আমার জানা নেই।’

মুঠোফোনে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে। এ কারণে কিছু বলা যাচ্ছে না। একটি নিরপেক্ষ প্রতিবেদন আদালতে দেওয়ার চেষ্টা করেছি।’

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের ধারণা ছিল না যে, পুলিশ সাঁওতাল পল্লিতে আগুন দিতে পারে। কিন্তু তদন্তের পর বেরিয়ে আসে- অগ্নিসংযোগে সরাসরি জড়িত ছিলেন গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ও জেলা পুলিশ লাইন্সের কনস্টেবল সাজ্জাদ হোসেন। তাদের সেখানে দায়িত্ব দেওয়া হয় নিরাপত্তার জন্য। তারা কেন সাঁওতাল পল্লিতে আগুন দেবে? এর উত্তর কেউ মেলাতে পারছেন না। এমন একটি ন্যক্কারজনক কাজে পুলিশ সদস্য জড়িত থাকায় এর দায় বাহিনীর ওপর এসে পড়েছে।’

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এর জেরে ৭ ফেব্রুয়ারি সাঁওতাল পল্লিতের আগুন দেওয়া হয়। ওই ঘটনায় গাইবান্ধার এসপি আশরাফুল ইসলামকে প্রত্যাহার করা হয়। আদালতের নির্দেশে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে ওই দুই পুলিশ সদস্যের জড়িত থাকার কথা জানিয়ে উচ্চ আদালতে বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়া হয়।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া