adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাদালের বিরুদ্ধেও ‘ডোপ-পাপে’র অভিযোগ!

NADALস্পোর্টস ডেস্ক :  মারিয়া শারাপোভার মতো রাফায়েল নাদালের বিরুদ্ধেও ডোপিংয়ের অভিযোগ তুলছেন সাবেক ফরাসি ক্রীড়ামন্ত্রী রোসেলিনি বাচিলোট। তবে এমন অভিযোগের বিরুদ্ধে কোনো প্রমাণ এখনো হাজির করেননি তিনি।

সম্প্রতি ‘অবৈধ’ ওষুধ সেবনের দায়ে এক বছর নিষিদ্ধ হয়েছেন তারকা নারী টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা।

বাচিলোট ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ছিলেন। কিছুদিন আগে ডি-৮ টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে নাদাল সম্পর্কে এই অভিযোগ করেন তিনি। বাচিলোটের দাবি, ‘সবাই জানে নাদাল হাঁটুর ইনজুরির কারণে সাত মাস কোর্টের বাইরে ছিল। ওই সময়ে সে ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হয়েছিল।’

সাবেক ওই মন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করতে যেয়ে বলেন, যখন টেনিস খেলোয়াড়রা কয়েক মাসের জন্য কোর্টের বাইরে থাকেন, তখন প্রায়ই এমন হয়। ডোপ টেস্টে পজেটিভ হওয়ার কারণে তারা খেলেন না।

স্প্যানিশ খেলোয়াড় নাদালের বিরুদ্ধে ফরাসিদের অভিযোগ নতুন কিছু নয়। দেশটির টেনিস দলের অধিনায়ক ইয়ানিক নোয়াচও ডেভিস কাপের সময় অভিযোগ করেন, স্প্যানিশ খেলোয়াড়দের ঠিকঠাক মতো ডোপ টেস্ট করা হলে পজেটিভ প্রমাণিত হতে পারে। নোয়াচের এমন অভিযোগ ছিল মূলত নাদালকে উদ্দেশ্যে করে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া