adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডুনেডিনে উইলিয়ামসনের ব্যাটে স্বস্তি নিউজিল্যান্ডের

DUNEDIN, NEW ZEALAND - MARCH 09:  Kane Williamson of New Zealand celebrates his 50 during day two of the First Test match between New Zealand and South Africa at University Oval on March 9, 2017 in Dunedin, New Zealand.  (Photo by Dianne Manson/Getty Images) স্পাের্টস ডেস্ক : ডুনেডিনে ভালো স্কোরের পথে নিউজিল্যান্ড। প্রথম ইনংসে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এরআগে ৩০৮ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকার। প্রথম ইনিংসে আপাতত ১৩১ রানে পিছিয়ে কিউইরা, তবে হাতে ৭ উইকেট তাদের।

৪ উইকেটে ২২৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।১২৮ রান নিয়ে অপরাজিত ছিলেন এলগার।বাভুমা ব্যাট করছিলেন ৩৮ রানে।

তবে বৃহস্পতিবার বেশিদূর যেতে পারেননি এ জুঁটি। এলগার ফিরেছেন ১৪০ রান করে। আর ৬৪ করেছেন বাভুমা। এ জঁটি ফিরে গেলে দ্রুত অল আউট হয়ে  যায় দক্ষিণ আফ্রিকা। শেষ ৭৯ রান তুলতে ৬ উইকেট হারাতে হয় সফরকারীদের। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট ৪টি, ওয়াগনার ৩ উইকেট নেন।

জবাবে শুরুতে নাথানকে হারালেও আস্তে আস্তে ধাক্কা সামলে ওঠে কিউইরা। ৫২ রান করেন রাভাল। অধিনায়ক উইলিয়ামস আছেন ৭৮ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশব মহারাজ নেন ২ উইকেট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া