adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে অতীতের দুই ঘটনা নিয়ে শঙ্কিত মরগ্যান

morganস্পাের্টস ডেস্ক : তিনটি ওয়ানডে ও ‍দুইটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে, এই সফরে আসতে চাইছেন না ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইয়ন মরগ্যান।

মরগ্যানের না আসার বিষয়টি প্রায় নিশ্চিত। আগামীকালই হয়তো তিনি তার না আসার বিষয়টি চূড়ান্তভাবে জানিয়ে দিবেন। মরগ্যান জানিয়েছেন, পূর্বের অভিজ্ঞতার কারণে তিনি এই সফর থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন। মরগ্যান তার ‍দুইটি অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন।

২০১০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন মরগ্যান। চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বাইরে দুইটি বোমা বিস্ফোরণ হয়েছিলো। ওই ম্যাচটি কোনোভাবে অনুষ্ঠিত হলেও ব্যাঙ্গালোরে নির্ধারিত পরবর্তী ম্যাচগুলো সরিয়ে নেয়া হয়েছিলো। উল্লেখ্য, মরগ্যান তারপর ২০১১, ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালের আইপিএলে খেলেছেন।

২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে খেলতে বাংলাদেশে এসেছিলেন মরগ্যান। তখন বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী সহিংসতা চলছিলো। উল্লেখ্য, তার কয়েক মাস পরই বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিলেন মরগ্যান।

মরগ্যান বলেছেন, এর আগেও আমি ওখানে গিয়েছি। বিষয়টি নিয়ে আমি ভেবেছি। আমি আবারও ওইরকম পরিস্থিতির মধ্যে পড়তে চাই না। দুঃশ্চিন্তার মধ্যে ক্রিকেট নয়। এটি হওয়া উচিৎ জীবনের সেরা সময়ে এবং যখন আপনি ভালো করার জন্য মুখিয়ে আছেন এবং মনোযোগ দিতে পারছেন।

আগামী শনিবারের মধ্যে খেলোয়াড়দের বাংলাদেশ সফরে আসা না আসার বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত জুলাইয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু গত মাসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে যাওয়ার পর সিরিজ খেলতে আসার বিষয়টি নিশ্চিত করে ইসিবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া