adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্দায় ৯০ ফেরাচ্ছেন প্রসেনজিৎ

prosenjiteবিনােদন ডেস্ক : আধুনিক মলাট। বাঙালিয়ানায় ভরপুর। সব ধরনের দর্শকের জন্য মানানসই। এরকম বেশ কয়েকটা ছবি নিয়ে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বরাবরই ইন্ডাস্ট্রির হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন। নোটবন্দির বাজারেও বাংলা ছবি যাতে রমরমিয়ে চলে, সেই কারণেই এরকম বেশ কয়েকটি ছবির ক্রিয়েটিভ অ্যাডভাইজারের ভূমিকা নিয়েছেন তিনি। প্রজেক্টের দায়িত্বে অবশ্য ‘গ্রিনটাচ এনটারটেনমেন্ট’। তাদের সিরিজ ছবির মধ্যে প্রথমটি সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ পরিচালিত। অভিনয় করছেন সোহম এবং শুভশ্রী।
সুদেষ্ণা বললেন, ‘নব্বইয়ের দশকে বুম্বা যেরকম ছবি করত…মেনস্ট্রিম, কিন্তু বিনোদনে ঠাসা— এই ছবিটা অনেকটা সেরকমই। রোমান্টিক কমে়ডি। কিন্তু বাঙালি উপাদান প্রচুর। আর হুল্লাট মজা!’
গল্পটা কী, সেটা অবশ্য এখনও কেউ খোলসা করছেন না। তবে অভিজিতের কথায়, ‘গল্পের ধরতাই বুম্বাদাই দিয়েছিলেন। আইডিয়াটা পেয়ে আমরা তো লাফিয়ে উঠেছিলাম! মূলধারার গল্পগুলো যে ধরনের বিনোদনের মশলা দিয়ে বানানো হয়, এখানে সেই স্বাদটা আছে। কিন্তু তাতে ভ্যালু সিস্টেমেরও একটা ভূমিকা আছে।’ ছবিটাকে এভাবে ভাবা হয়েছে যাতে আরবান দর্শক কিংবা শহরের বাইরের দর্শকও ছবিটা সমান উপভোগ করেন। যার ফলে ব্যবসাও স্বাভাবিকভাবে বড় স্কেলে হতে বাধ্য।
তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। সুদেষ্ণা-অভিজিতের সব ছবিতেই নাম খোঁজা নিয়ে একটা চুলোচুলির পর্ব চলে। এখানেও তাই ঘটেছে বলে জানা গেল!
এর প্রায় ১৩ বছর আগে প্রসেনজিতের সঙ্গে একটি ছবি করেছিলেন সুদেষ্ণা-অভিজিৎ। ‘শুধু তুমি’।
সুদেষ্ণা বললেন, ‘বুম্বা আর কোয়েল এর আগে আমাদের সঙ্গে ‘শুধু তুমি’ করেছিল। সেই সময়ে দাঁড়িয়ে ছবিটা মেনস্ট্রিম কমার্শিয়াল ছবি হলেও কোথাও একটু অন্যরকম ছিল। লোকে এখনও টিভি কিংবা ইন্টারনেটে ছবিটা দেখে। ১৩ বছর পর আবার বুম্বার সঙ্গে কাজ করছি এমন একটা ছবির জন্য, যেটা মাল্টিপ্লেক্সের বাইরেও সমানভাবে পৌঁছতে পারে।’
সোহম এবং শুভশ্রীর জুটি ঘিরেও একটা উৎসাহ থাকবে। তাদের আরেক ছবি ‘আমার আপনজন’ ও মুক্তি পাবে সামনে। ফলে ক্লিক করে যাওয়া জুটি হিসেবে তাদের বক্স অফিস ‘পুল’কেও মাথা রেখেছেন ছবির নির্মাতারা। সংগীত করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তের। বেশ তোড়জোর করেই চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
সূত্র : এবিপি আনন্দ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া